১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন শুরু
জঙ্গি,
সন্ত্রাস ও আন্তদেশীয় অপরাধ দমনের লক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী ১৪টি দেশের
পুলিশপ্রধানদের অংশগ্রহণে সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ঢাকার
সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও বাংলাদেশ
পুলিশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া,
ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল,
দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশপ্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া ইন্টারপোল,
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), ফেসবুকসহ বিভিন্ন
আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।
No comments