ঠিকাদারের গাফিলতিতে এক বছর ধরে দুর্ভোগে ৩ গ্রামের মানুষ
প্রায়
এক বছর আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক সংস্কারের নামে নয়াকান্দি সড়কের
মাটি কেটে প্রায় দেড় ফুট গভীরে গর্ত করা হয়। সেই গর্তে জমছে বৃষ্টির পানি,
ভাঙ্গছে সড়ক, সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কটি ব্যবহারকারী তিন গ্রামের
প্রায় পনেরো হাজার মানুষকে। জানা যায়, কেবল ঠিকাদারের গাফিলতির কারণে আটকে
আছে সড়কটির সংস্কার কাজ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার নয়াকান্দি গ্রামটি। মহাসড়ক থেকে গ্রামে প্রবেশের একমাত্র
রাস্তাটির ছিল বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের প্রায়
অনুপযোগী হয়ে পড়েছিল সড়কটি। বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি সড়কটি
সংস্কারে প্রতিশ্রুতি দিলেও তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। অবশেষে জনগণের
দাবির মুখে সড়কটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন বাংলাদেশ আওয়ামী লীগের
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল
কান্তি দাস। এমপির আশ্বাসের পর হয়েছিল টেন্ডার, সড়কটির ১৫২০ মিটার অংশ
সংস্কারে অর্থ বরাদ্দ দেয়া হয়েছিল ৮১ লাখ টাকা। তবে দীর্ঘদিনেও শুরু হয়নি
সংস্কার কাজ। জানা যায়, প্রায় এক বছর আগে সংস্কারের নামে সড়ক কেটে এক ফুট
পরিমাণ গর্ত করা হয়।
গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি
হয় বিশাল বিশাল গর্তের, সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমতো
রাস্তায়। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে রোগী, স্কুলগামী শিক্ষার্থীসহ
সড়কটি ব্যবহারকারী তিন গ্রামের প্রায় পনেরো হাজার মানুষকে। আসন্ন বর্ষা
মৌসুমেও যাতে সেই ভোগান্তিতে আবার পড়তে না হয় তাই রাস্তাটি দ্রুত সংস্কারের
দাবী ভুক্তভোগীদের। এলজিইডির গজারিয়া উপজেলার দায়িত্বে থাকা সহকারী
প্রকৌশলী মো: আরজুরুল হক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান নেকী এন্টারপ্রাইজ
সঠিক সময়ে কাজ শুরু না করায় তাদের ইতিমধ্যে দুই বার নোটিশ প্রদান করা
হয়েছে। তবে নেকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: আতাউর রহমান নেকী খোকন
জানান, কাজটি সাব-কন্ট্রাক্টে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই আজিম খানের করার
কথা ছিল। তবে তিনি কেন দেরি করছেন তা তিনি জানেন না। সড়কটির সংস্কার কাজ
দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। এব্যাপারে জানতে আজিম খানের সাথে
যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির
কারণে কাজটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি। তবে তার এই দাবি অযৌক্তিক বলে
মনে করেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। সড়কটি দ্রুত সংস্কারে সংসদ
সদস্য মৃণাল কান্তি দাসের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
No comments