‘মসুলে অবরুদ্ধ সব আইএস সদস্য মরবে’
ইরাকের
মসুলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ‘পুরোপুরি’ আটকা পড়েছে। তারা মারা
পড়বে বলে জানিয়েছেন আইএসবিরোধী জোটের অভিযানের সমন্বয়কারী মার্কিন দূত
ব্রেট ম্যাকগার্ক। মসুল থেকে বাইরে যাওয়ার শেষ পথটি ইরাকি বাহিনী বিচ্ছিন্ন
করে দেয়ায় আইএস যোদ্ধারা ভেতরে আটকা পড়েছে বলে জানান তিনি। খবর বিবিসির।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরটি ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিতে আইএসের শেষ এ বড় ঘাঁটি মসুলের দখল ফিরে পেতে ইরাকি বাহিনী
যুক্তরাষ্ট্রের সহায়তায় কয়েক মাস ধরে অভিযান চালিয়ে এরই মধ্যে একটি বড় অংশ
পুনর্দখল করেছে। মসুলের পূর্বাঞ্চল এখন ইরাকি বাহিনীর দখলে।
No comments