বিপদগ্রস্ত নারীদের সহায়তায় ই-মেইল চালু করল ক্রাফ
ক্রাইম
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) নারীদের বিভিন্ন ক্ষেত্রে
হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংকে প্রতিহত করতে শিটিম নামে একটি ইমেইল
আইডি (sheteam@crafbd.com) চালু করেছে। দেশে নারীদের একটা বড় অংশ ঘরে-বাইরে
বিভিন্ন ক্ষেত্রে হয়রানি, ইভটিজিং এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছে।
ক্রাফ সদস্য এসব ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ সহযোগিতা করছে।
এরই
ধারাবাহিকতায় নারী ভুক্তভোগীদের সব ধরনের কাউন্সেলিং এবং আইনি পরামর্শ
প্রদানের লক্ষ্যে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন শিটিম
ইমেইল সুবিধা চালু করেছে। এ ব্যাপারে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস
ফাউন্ডেশনের (ক্রাফ) প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, এখানে ভুক্তভোগীরা
ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ প্রমাণসহ এই মেইলে জানাতে পারবেন। ক্রাফ
সদস্য যতটা দ্রুত সম্ভব ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ
করবে। বিশেষ ক্ষেত্রগুলোতে অভিযোগকারী অথবা ভুক্তভোগীর পরিচয় গোপন করা হবে।
ক্রাফের আইনজীবী প্যানেল বিনামূল্যে সব ধরনের আইনি পরামর্শ প্রদান করবে
এবং ক্রাফের সদস্য পুলিশের কাছে জিডি বা কেস ফাইল করার ব্যাপারে সব ধরনের
সহযোগিতা প্রদান করবে।
No comments