হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দুদকের মামলা
তথ্য
গোপন ও মিথ্যা ঘোষণা দিয়ে রাজউক থেকে পাঁচ কাঠার প্লট নেয়ার অভিযোগে
বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার
সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, হাফিজ
ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালীন ২০০৫ সালে রাজউক থেকে বনানীর ১ নম্বর রোডের ৬
নম্বর (পাঁচ কাঠার) প্লটটি নেন। তিনি প্লট পাওয়ার জন্য রাজউকের কাছে
আবেদনে বলেছিলেন, রাজধানীতে তার বা স্ত্রী সন্তানের নামে কোনো প্লট বা
ফ্ল্যাট নেই। কিন্তু দুদক অনুসন্ধান করে দেখতে পায়, ২০০৪ সালে তিনি নিজের
নামে গুলশানে চার কাঠা ও তিন কাঠার পৃথক দুটি প্লট কিনেছেন। তাতে তিনি
বাড়িও করেছেন। হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ২০০৭ সালে সম্পদের মামলা করেছিল
দুদক।
No comments