গণমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকি: রাষ্ট্রপতি
সংবাদমাধ্যমের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। জাতীয় বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে আবদুল হামিদ বলেন, তথ্যভিত্তিক হলে সরকারের বা এমনকি নিজের সমালোচনাতেও আপত্তি নেই তার। রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে যেকোনো অপশক্তির মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জামিলুর রেজা চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর প্রমুখ
No comments