ইউনাইটেড এয়ারের সব ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। ফলে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছেন ইউনাইটেড এয়ারের যাত্রীরা। ইউনাইটেড এয়ারের উপমহাব্যবস্থাপক ইফতেখার হাসান জানান, “কয়েক দিন ধরে ইউনাইটেড এয়ারের সব ফ্লাইট বন্ধ রয়েছে।অন্য কোনো সমস্যা নয়, শুধু রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে ফ্লাইট।” আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট নিয়মিত হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ১৫ ফেব্রুয়ারির মধ্যে যেসব যাত্রীর টিকিট কাটা রয়েছে তাদের সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে অর্থ ফেরত নেয়ার পরামর্শ দিয়েছেন ইফতেখার হাসান। ২০০৫ সালে বিমান পরিচালনার লাইসেন্স পাওয়ার দুই বছর পর যাত্রী পরিবহন শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। আট বছর ধরে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এরমধ্যে বিভিন্ন সময়ে নানা জটিলতায় ফ্লাইট বন্ধ করতে হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজকে। বর্তমানে ইউনাইটেড এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজের প্রায় সবকটি ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতিষ্ঠানটির কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা আছে প্রায় ১২৮ কোটি টাকা
No comments