ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ৪০ শতাংশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৮৭ টাকা। গত ডিসেম্বরে এর পরিমাণ ছিল ১১ কোটি ছয় লাখ ৬০ হাজার ২৭২ টাকা। এ হিসাবে ডিসেম্বরের চেয়ে জানুয়ারি মাসে রাজস্ব আদায় বেড়েছে ৪০ শতাংশের বেশি। বুধবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজার-সংশ্লিষ্টদের মতে, ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলো নতুন বছরে লেনদেনে অধিক সক্রিয় হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসের চেয়ে জানুয়ারিতে রাজস্ব আদায় বেড়েছে। জানুয়ারিতে ডিএসইর রাজস্ব আহরণ সবচেয়ে বেশি বেড়েছে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বেচাকেনা থেকে। ডিসেম্বরের চেয়ে এ খাতে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে। ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান থেকেও রাজস্ব বেড়েছে। জানুয়ারিতে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান থেকে ডিএসইর রাজস্ব এসেছে ১১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৩০৭ টাকা। ডিসেম্বরে এর পরিমাণ ছিল নয় কোটি ১৬ লাখ ১১ হাজার ৯৬২ টাকা। এ হিসাবে এ খাত থেকে রাজস্ব বেড়েছে প্রায় ২৪ শতাংশ। জানুয়ারিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বেচাকেনা থেকে রাজস্ব আহরণ হয়েছে চার কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা। ডিসেম্বরে এর পরিমাণ ছিল এক কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৩১০ টাকা
No comments