দেশে প্রথমবারের মতো অভিনব পরামর্শ সেবা নিয়ে এলো ‘রে অব লাইট’
দেশে প্রথমবারের মতো ‘সান্নিধ্য’ নামে নতুন ও অভিনব পরামর্শ সেবা নিয়ে এলো বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তিকেন্দ্রিক তত্ত¡াবধায়কনির্ভর সেবাদানকারী প্রতিষ্ঠান ‘রে অব লাইট’। এ সেবার আওতায় গ্রাহকরা প্রতি রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষিত কর্মী ও লোকবল দ্বারা স্বাস্থ্য ও সামাজিক সেবা নিয়ে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্য সহ পরামর্শ ও চিকিৎসা সেবা পাবেন। মূলত পরিবারের বৃদ্ধ, অসুস্থ, ও অক্ষম ব্যক্তিদের এ সেবা দেয়া হবে। যারা বিচ্ছিন্নতা রোগে ভুগছেন এবং যাদের অন্যের সান্নিধ্য ও সাহচর্য প্রয়োজন তাদের জন্য এ সেবাটি অত্যন্ত কার্যকরী ও যথোপযুক্ত। তাদেরকে আরও উন্মুক্ত করতে, বিচ্ছিন্নতা রোগ দূরীকরণে, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরিয়ে আনতে, স্মৃতিরোমন্থণে এবং মিথস্ক্রিয়া বাড়াতে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে বিশেষজ্ঞ পরামর্শদাতারা প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে সেবা দিবেন। বিবিধ অর্থপূর্ণ কার্যক্রমের মাধ্যমে উদ্দীপনা ও অবকাশ প্রদান এবং চিকিৎসা সেবামূলক অধিবেশনের সুযোগ তৈরির উদ্দেশ্যে নতুন এ সেবা চালু করলো প্রতিষ্ঠানটি। এ সেবাদান নিয়ে ‘রে অব লাইট’র ব্যবস্থাপনা পরিচালক নিজাম চৌধুরী বলেন, আমাদের পরিবারের অনেক সদস্য রয়েছেন যারা বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে। অনেকক্ষেত্রে, সঠিক পরামর্শ ও নির্দেশনা পেলে তারা নিজেরাই এ অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন। আমরা, আমাদের দক্ষাতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের সমস্যা অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসতে সঠিক পরামর্শ, নির্দেশনা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেই। ‘রে অব লাইটে’ সেবা ও চিকিৎসা বিষয়ক সকল অধিবেশনই যোগ্য ও প্রশিক্ষিত সেবিকাদের দিয়ে পরিচালিত হয়। এখানে পরামর্শ দানকারী সকল কর্মীকেই নিজাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা নিয়মিতভাবে প্রশিক্ষণ দেয়া হয়। নিজাম চৌধুরী দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে এ সেবাদানে যুক্ত ছিলেন। এ সেবার সর্বোচ্চ সুবিধা পেতে কমপক্ষে চারটি অধিবেশনের জন্য অগ্রিম নিবন্ধন করতে হবে। প্রতিটি অধিবেশনের ফি ৫শ’ টাকা
No comments