নারী ডাক্তারের কলার ঠিক করে দিলেন মন্ত্রী
হাসপাতাল
পরিদর্শনে গিয়ে এক নারী ডাক্তারের শার্টের কলার ঠিক করে দিলেন ভারতের
জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী লাল সিং। এ ঘটনার একটি ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার ঝড় তুলেছে। সমালোচনা করছেন অনেকে। এ
খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের
স্বাস্থ্যমন্ত্রী একটি সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে এক নারী
ডাক্তারকে দেখে বলেন যে, তার কলার ঠিক জায়গায় নেই। এরপর তিনি নিজের হাতেই
ওই কলার ঠিক করে দেন। ঘটনার সময় সেখানে উপস্থিত এক কর্মকর্তা বলেন, মন্ত্রী
ওই ডাক্তারের দিকে এগিয়ে গিয়েই বলেন, বিতিয়া তোমার কলার ঠিক জায়গায় নেই।
এরপর তিনি নিজে সে কলার ঠিক করেন। তবে প্রত্যুত্তরে ওই ডাক্তার কিছু
বলেননি। সেখানে আরেক নারী ডাক্তার এ ঘটনা দেখে নিজের কলার নিজেই ঠিক করে
নেন। উপস্থিত ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে বহু মানুষ ছিল। আমি মনে করি
না, তিনি ভুল কিছু করেছেন। জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী লাল
সিং বিজেপির রাজনীতি করেন। জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে বিজেপি জোট
সরকার গঠন করেছে। সে জোট সরকারেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন চৌধুরী
লাল সিং। টুইটারে তার বিরুদ্ধে অযথাযথভাবে মেয়েদের সপর্শ করার অভিযোগে
ব্যাপক সমালোচনা চলছে। এ বছরের ফেব্রুয়ারিতে চৌধুরী লাল সিং-এর বিরুদ্ধে
মানসিক হয়রানির অভিযোগ এনেছিলেন আরেক নারী ডাক্তার।
No comments