শিবগঞ্জ থেকে লন্ডন ও ইতালিতে আম রপ্তানি শুরু by মো. তারেক রহমান
আমের
রাজধানীখ্যাত চাঁপাই নবাবগঞ্জের সুমিষ্ট আম প্রথমবারের মতো বিদেশে রপ্তানি
হচ্ছে। ঢাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মরিসন এন্টারপ্রাইজ চাঁপাই
নবাবঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড় নামক স্থানের বাগান মালিক ইসমাইল
খান শামীমের বাগান থেকে ৪ টন আম ক্রয় করে সোমবার লন্ডন ও ইতালিতে উদ্দেশে
পাঠান। মেসার্স মরিসন এন্টারপ্রাইজ আমিনুজ্জামান বাবু জানান, লন্ডনের এথলিক
মার্কেট (বাঙালি পরিচালিত) ও অল মার্ট (ডধষষ গধৎঃ) এবং ইতালি এ আমের
ক্রেতা। তিনি আরও বলেন, এখানকার আম কেমিক্যালমুক্ত হওয়ায় বিদেশে প্রচুর
চাহিদা তৈরি হয়েছে। বাগান মালিকরা কেমিক্যালমুক্ত আম তৈরি করতে পারলে দেশের
চাহিদা মিটিয়ে বিদেশে প্রচুর পরিমাণে আম রপ্তানি করা যাবে। সে ক্ষেত্রে
লাভবান হবেন বাগান মালিকরা। বাগান মালিক ইসমাইল খান শামীম জানান,
কৃষিবিভাগের সহযোগিতায় তার বাগানটি পরিচর্যা করায় অন্যান্য বাগানের চাইতে
তার বাগানের ফলন যেমন ভাল হয়েছে তেমনি কালারও রয়েছে চমৎকার। তিনি আরও
জানান, স্থানীয় বাজারের চেয়ে বিদেশী ক্রেতাদের কাছে অধিক দাম পাওয়া যাচ্ছে।
প্রথম দিন তার বাগান থেকে ফজলি, ল্যাংড়া, লখনা ও মল্লিকা জাতের ৪ টন আম
পাঠানো হয়েছে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. শরফ উদ্দীন বলেন, লন্ডনে আম পাঠানোর ব্যাপারে আঞ্চলিক
উদ্যানতত্ত্ব সার্বিক সহযোগিতা করছে। তিনি জানান, ফ্রুট ব্যাগিং ব্যবহারের
ফলে রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এ
পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও ব্যাপক সাফল্য পাওয়া যাবে। তবে কিছু কিছু
বাগানে কীটনাশক প্রয়োগ না করেও আম ভাল রয়েছে এবং কালারও সুন্দর রয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান বলেন, ইসমাইল খান শামীমের
বাগানটি কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিচর্যা করা হয়েছিল। ফলে অল্প কীটনাশক
প্রয়োগ করে সুন্দর আম হয়েছে এবং খেতেও সুস্বাদু। আম উৎপাদনে বিশ্বে অষ্টম
স্থানে থাকলেও এখন পর্যন্ত আম রপ্তানিতে কোন অবস্থান নেই বাংলাদেশের। তাই
প্রথম বারের মতো বিদেশে আম পাঠাতে পেরে উচ্ছ্বসিত এই জেলার আম ব্যবসায়ীরা।
তাদের আশা, এর ফলে আগামীতে নিয়মিত আম রপ্তানির পথ সুগম হবে। গত বুধবার
চাঁপাই নবাবগঞ্জ থেকে দুই টন আম পাঠানো হয় লন্ডনে।
No comments