তামিম সাকিব নাসিরদের ব্যাটিং অনুশীলন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ শুরু হবে টি ২০ ম্যাচ দিয়ে। জাতীয় দলের ক্রিকেটার ও হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে কাল মিরপুর স্টেডিয়ামে একটি টি ২০ প্রস্তুতি ম্যাচ খেলেছেন। প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল, নাসির হোসেন, সাকিব আল হাসান ও এনামুল হক ব্যাটিং প্রস্তুতি সেরে নিলেন। নাসির ও তামিম হাফ সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দল চার দিনের বিশ্রাম শেষে সোমবার অনুশীলন শুরু করেছে। মিরপুর স্টেডিয়ামে দুপুরে শুরু হওয়া টি ২০ ক্রিকেটে মাশরাফি মুর্তজার লাল দল প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৩৬ রান করে। সর্বোচ্চ ৫৭ রান করেন নাসির হোসেন। তার ৪৩ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। সাকিব আল হাসানের সবুজ দলের তামিম ইকবাল ও এনামুল হক দুর্দান্ত শুরু করেন।
তামিম ৩০ বলে সাত চার ও দুই ছয়ে ৫২ রান করেন। মাত্র ১২ ওভারে সবুজ দল ১২৮ রান তুলে ফেললে কোচ চন্ডিকা হাথুরুসিংহে লক্ষ্যটা বাড়িয়ে ১৯৬ করে দেন। ২০ ওভার শেষে সবুজ দল সাত উইকেটে ১৯৯ রান তোলে। এনামুল হক ৩২ বলে ৪৮ এবং সাকিব ৪৩ রান করেন। দুটি করে উইকেট নেন সাব্বির ও আবুল হাসান। জয়-পরাজয় এ ম্যাচে মুখ্য না হলেও নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন ব্যাটসম্যানরা। উইকেটকিপিংয়ের সময় লিটন কুমার মুস্তাফিজুর রহমানের একটি বল ঠেকাতে গিয়ে আঙুলে চোট পেলেও তা গুরুতর কিছু নয়। প্রথম টি ২০ ম্যাচের আগে আরও চার দিন অনুশীলনের সুযোগ পাবেন মাশরাফিরা। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ৭ জুলাই দ্বিতীয় ও শেষ টি ২০। বিসিবি আজ বাংলাদেশ টি ২০ দল ঘোষণা করতে পারে।
No comments