এবার ললি কাণ্ডে জড়ালেন প্রিয়াংকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদি ইস্যুতে এবার নাম জড়াল গান্ধী পরিবারের। শুক্রবার ললিত মোদি দাবি করেছেন, লন্ডনের রেস্তোরাঁয় প্রিয়াংকা গান্ধী এবং রবার্ট ভদ্রর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কংগ্রেস পরিচালিত সাবেক দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে পরপর দু’বছর এ দু’জনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য ললিত মোদির এ দাবিকে অস্বীকার করা হয়েছে। দলটির মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘বিতর্ক বাড়ানোর জন্যই নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে।’ তার দাবি, ‘প্রিয়াংকা বা রবার্টের সঙ্গে কোনো সামাজিক সাক্ষাৎ হয়নি ললিত মোদির। ললিত মোদিকে আমন্ত্রণও করেননি তারা। রেস্তোরাঁয় মুখোমুখি হতেই পারে। এতে ললিত মোদিকে প্রিয়াংকা বা রবার্ট সাহায্য করেছিলেন বলে প্রমাণ হয় না।’ তিনি বলেন, আসল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হচ্ছে। তার প্রশ্ন, ‘বড় মোদি’ এবং ‘ছোট মোদি’র মধ্যে কী সম্পর্ক রয়েছে?
‘বড় মোদি’ ‘ছোট মোদি’কে সাহায্য করেছিলেন বলেও মন্তব্য করেন রণদীপ সুরজেওয়ালা। দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রিয়াংকা এবং রবার্টের সঙ্গে সাক্ষাৎ কোনো পূর্বনির্ধারিত ছিল না। রেস্তোরাঁয় আচমকা তাদের সঙ্গে দেখা হয়েছিল। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ললিত মোদির এ সাম্প্রতিক টুইটকে ইস্যু করে কংগ্রেসের সমালোচনা করেছেন। সম্বিত পাত্রের দাবি, ‘লন্ডনে গান্ধী পরিবার ললিত মোদিকে সাহায্য করেছিল।’ তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘ইউপিএ সরকার সেই সময় ললিত মোদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন?’ আইপিএল কেলেংকারিসহ নানা অভিযোগে অভিযুক্ত ললিত মোদিকে বেআইনিভাবে সাহায্য করার দায়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এ নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার বিড়ম্বনায় পড়ার পর এবার তারা ললিত মোদির টুইটকে কেন্দ্র করে কংগ্রেসকে চেপে ধরার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
No comments