বৃষ্টিমুখর রাজধানী
কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা।
এর মধ্যেই রয়েছে আলাদা এক ছন্দ। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় বৃষ্টিতে
এক আনারস বিক্রেতা। ছবিটি আজকের (২৭.০৬. ১৫)। ছবি: মনিরুল আলম
সদরঘাট এলাকায় দোকানের সামনে বৃষ্টির কারণে জলাবদ্ধতা। ছবি: মনিরুল আলম
বৃষ্টি থেকে রক্ষা পেতে প্লাস্টিকের শিটে গা মুড়িয়ে নিয়েছেন রিকশাচালক। ছবিটি সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় নৌকার যাত্রীরা। ছবি: মনিরুল আলম
পলিথিনের শিট মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা। ছবি: মনিরুল আলম
টানা বৃষ্টিতে দেখা দেওয়া জলাবদ্ধতায় দুর্ভোগে যানবাহনের যাত্রীরা। ছবিটি সকালে মুগদা এলাকার টিটিপাড়া থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ঝিরি ঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় রিকশার যাত্রীরা। ছবিটি দুপুরে ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতের দোকান থেকে কেনাকাটা সারছেন পথচারিরা। ছবিটি মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ছাতা মাথায় বাসের জন্য অপেক্ষা। ছবি: জাহিদুল করিম
No comments