এমপি পুত্র রনির জামিন নামঞ্জুর
রাজধানীতে
জোড়া খুনের মামলায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী
আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন
আদালত। গতকাল ঢাকার সিএমএম আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম জামিন আবেদনের
শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান
নূর গত ১৩ই জুন বখতিয়ার আলম রনিকে ৪ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠান।
উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় মদ্যপ অবস্থায়
গাড়ি থেকে গুলি ছোড়েন রনি। তার ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে দৈনিক জনকণ্ঠ
পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগের রিকশাচালক আব্দুল
হাকিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
No comments