অণ্ডথলি থেকে ১৪কেজি ওজনের টিউমার অপসারণ
রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর) ৫০ বছর বয়সী এক রোগীর অণ্ডথলি থেকে ১৪ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। হাসপাতালের সহযোগী অধ্যাপক ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মো. আইয়ূব আলীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ এই অপারেশন সম্পন্ন করেন। চট্টগ্রামের হাটহাজারী থানার মো. শাহজাহান নামে ওই রোগী গত তিন বছরের অধিক সময় ধরে এই সমস্যায় ভুগছিলেন। গত ১৩ই জুন ৫ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন করে টিউমারটি অপসারণ করা হয়। বর্তমান রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে শাহজাহানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় যারা রোগীকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের জন্য এবং পরবর্তী অবস্থা ব্যবস্থাপনার জন্য পরামর্শ প্রদানসহ সব সময় রোগীকে পর্যবেক্ষণ করেন। গঠিত মেডিক্যাল বোর্ডে ছিলেন হাসপাতালের পরিচালক, অর্থোপেডিক বিশেষজ্ঞ, ইউরোলজি বিশেষজ্ঞ এবং অ্যানেসথিয়া বিভাগের প্রধান। এ অপারেশনের ব্যাপারে ডা. আইয়ূব আলী বলেন, আমাদের জানামতে এখন পর্যন্ত এই ১৪ কেজির টিউমারটি অণ্ডথলির সবচেয়ে বড় টিউমার। তিনি জানান, এখন পর্যন্ত সবচেয়ে বড় অণ্ডথলির টিউমার অপারেশন করা হয়েছে ১৩.৫ কেজি ওজনের। এই কেস রিপোর্ট আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে পাঠানো হবে বলেও তিনি জানান। শহাজাহানের অণ্ডথলি থেকে বিশালাকৃতির এই টিউমার অপারেশন টিমে ডা. আইয়ূব আলীর সঙ্গে ছিলেন ডা. বিধান সরকার, ডা. মারুফ আলম চৌধুরী, ডা. আস-আদদীন মাহমুদ, ডা. সানিয়াত জাহান খান ও মাসরুর-উর-রহমান। সহযোগিতায় ছিলেন সিস্টার টুটুল এবং সিস্টার সালমা। অ্যানেসথিয়ায় ছিলেন ডা. সোহেল আহমেদ, ডা. লুৎফর রহমান, ও ডা. আকবর হোসেন।
No comments