সরকারের টানা দুই মেয়াদে পুলিশে ৮২ হাজার জনবল
মহাজোট
সরকারের টানা দুই মেয়াদে পুলিশের জনবল বাড়ছে প্রায় ৮২ হাজার। এর মধ্যে
প্রথম ধাপে বেড়েছে ৩১ হাজার ৫৬৮টি। দ্বিতীয় দফায় বাড়ছে ৫০ হাজারটি। প্রথম
ধাপের জনবল নিয়োগ অনেক আগেই শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ৫০ হাজার পদ সৃষ্টির
প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে পুলিশের
জনবল হবে দুই লাখ ১৩ হাজার ৫৭৯টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
পুলিশের ৫০ হাজার জনবল প্রস্তাবে অনুমোদন মেলায় ৭৫০টি বিসিএস ক্যাডার
কর্মকর্তার পদ সৃষ্টি হবে। এ ছাড়া নতুন করে অতিরিক্ত আইজি ১১ জন, ডিআইজি ২৮
জন, অতিরিক্ত ডিআইজি ৪৫ জন, পুলিশ সুপার (এসপি) ১৮২ জন, অতিরিক্ত এসপি ৩৫১
জন ও এএসপি ১৩৩ জনকে নিয়োগ দেয়া যাবে। এ ছাড়া দুই হাজার ৯৮৫ জন
ইন্সপেক্টর, নয় হাজার ১৭৭ জন এসআই, ৩৬৫ জন সার্জেন্ট, আট হাজার ২১২ জন
নিরস্ত্র এএসআই, এক হাজার ৭৭১ জন সশস্ত্র এএসআই, ৪৩৩ জন এটি এসআই, ৯৭৬ জন
নায়েক, ২১ হাজার ৩৪৫ জন কনস্টেবল এবং তিন হাজার ৯৮৬ জন সিভিল কর্মচারীর পদ
সৃষ্টি হচ্ছে। এর আগে গত বছরের ২৫শে নভেম্বর ৫০ হাজার জনবলে নীতিগত
অনুমোদনের জন্য একটি ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্বরাষ্ট্র
মন্ত্রণালয়। ৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আজিমুদ্দিন
বিশ্বাস স্বাক্ষরিত স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা ফিরতি
চিঠিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর নীতিগত অনুমোদনের পর
পদ সৃষ্টির সুনির্দিষ্ট প্রস্তাবে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের
সম্মতিসহ প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ আকারে চূড়ান্ত অনুমোদনের জন্য
পেশ করতে হবে। এর ভিত্তিতেই বিষয়টি নিয়ে তাড়াহুড়া করে অর্থ বিভাগ ও
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়। পাশাপাশি আরেকটি
সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। যে সার-সংক্ষেপে অনুমোদন
মিলেছে। এর আগে মহাজোট সরকারের গেল মেয়াদে পুলিশ বাহিনীর জন্য ক্যাডার পদ
সৃষ্টি করা হয়েছে ৬৬২টি। নন-ক্যাডার পদ সৃষ্টি করা হয়েছে ৩০ হাজার ৯০৬টি।
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
অতিরিক্ত আইজিপির দুটি পদকে গ্রেড-১ এ উন্নীত করা হয়েছে। এ সময়ে গঠন করা
হয়েছে শিল্পাঞ্চল পুলিশ, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার,
রংপুর আরআরএফ, এসপিবিএন-১ ও ২, স্বতন্ত্র তদন্ত ইউনিট পিবিআই, ট্যুরিস্ট
পুলিশ, নৌপুলিশ ও র্যাবের নতুন দুটি ব্যাটালিয়ন। এখন আবার নতুন করে ৫০
হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ৫০ হাজার জনবল প্রস্তাবে
প্রধানমন্ত্রীর অনুমোদন মেলায় অর্থ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আর কোন
ফাইল আটকাচ্ছে না। সহজে সব কিছু অনুমোদন হয়ে যাচ্ছে।
No comments