সৌদি আরবে কড়া রোদে কাজ করানোর ওপর নিষেধাজ্ঞা
শ্রমিকদেরকে
দিয়ে কড়া রোদে কাজ করানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বিশেষ করে কড়া
রোদের সময় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদেরকে কাজ থেকে বিরত
রাখতে হবে। এমন নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। গতকাল
থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা। চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এই নির্দেশ
অমান্যকারীকে ৩ হাজার থেকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে
প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে ৩০ দিনের জন্য। গতকাল এ খবর দিয়েছে সৌদি
গেজেট। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের ইন্সপেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব
ওয়ার্ক এনভায়রনমেন্টবিষয়ক আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আবু থুনাইয়ান বলেন,
সম্প্রতি এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হলেও এর বাইরে থাকবে তেল ও গ্যাস
কোম্পানিতে কর্মরত শ্রমিক, জরুরি মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক। তবে তারা
যাতে রোদের তাপ থেকে নিরাপদ থাকেন তা নিশ্চিত করতে হবে। আবু থুনাইয়ান সব
কোম্পানির প্রতি এই নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তার মতে, শ্রম
মন্ত্রণালয় সব শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ করতে ও তাদেরকে দুর্ঘটনা থেকে
রক্ষা করতে কাজ করে যাচ্ছে। তবে সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম,
শ্রমিকদের কোন ভীতিকর বিপদ নেই সেখানে এ নিয়ম কার্যকর নয়।
No comments