৬ সংসদে মন্ত্রী ১৫৯
সামরিক শাসক এইচএম এরশাদের পতনের পর এ পর্যন্ত মন্ত্রী হয়েছেন ১৫৯ জন, প্রতিমন্ত্রী ১২৭ জন এবং উপমন্ত্রী ১২ জন। এই সময়ে ৬ জন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার (দশম সংসদসহ) এবং বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যদিও দশম সংসদের মন্ত্রীদের তালিকা প্রকাশ করা হয়নি। গতকাল সংসদ টেবিলে উত্থাপিত গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব তথ্য জানান। মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী ১৯৯১ সালে সামরিক শাসক এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম সংসদ গঠিত হয়। এ সংসদে মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৫ জন, প্রতিমন্ত্রী ২২ জন এবং উপমন্ত্রী ৩ জন। এরপর ৬ষ্ঠ সংসদেও খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ৬ষ্ঠ সংসদে মন্ত্রী ছিলেন ১৪ জন, প্রতিমন্ত্রী ১৩ জন। যদিও এ সংসদেও মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ১৯৯৬ সালের ১৯শে মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত মেয়াদ ছিল ৬ষ্ঠ সংসদের। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। ৭ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২২ জন, প্রতিমন্ত্রী ২৪ জন এবং উপমন্ত্রী ৩ জন। এরপর ৮ম সংসদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ৮ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৮ জন, প্রতিমন্ত্রী ২৮ জন এবং উপমন্ত্রী ৪ জন। তিনি বলেন, ২০০৯ সালের ৬ই জানুয়ারি নবম সংসদ গঠিত হয়। এ সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। নবম সংসদের মন্ত্রী ছিলেন ৪১ জন, প্রতিমন্ত্রী ২৩ জন। এরপর ২০১৪ সালের ১৩ই জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। দশম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৯ জন, প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী ২ জন।
No comments