বিয়ে করতে না পেরে ১০ জনকে খুন
প্রিয়তমাকে না পেয়ে উন্মত্ত খুনি হয়ে উঠেছে এক পাকিস্তানি যুবক। নিজের ভালোবাসার সফলতা না পেয়ে মদের বোতল নয়, রক্তপেয়ালার পথ বেছে নিয়েছে সে। ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে এক-দু’জন নয়, ১০ জনকে খুন করেছে ওই যুবক। তার জিঘাংসায় বাদ পড়েনি ভালোবাসার মেয়েটিও। রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্গাই তেহসিল এলাকায় এ ঘটনা ঘটে। চাচাতো বোনকে বিয়ের জের ধরে পরিবারের ১০ সদস্যকে খুন করে ওই যুবক।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শহীদ খান জানান, হত্যাকারী গুল আহমেদ তার চাচা জামালের মেয়েকে পরিবারের নিষেধ সত্ত্বেও বিয়ে করতে চেয়েছিল। এর জের ধরে গুল আহমেদ গত বছরের ২৮ নভেম্বর তার বাবা-মা’সহ ভাইয়ের পরিবারের তিন সদস্যকে হত্যা করে। এরপর সে পালিয়ে যায়। রোববার সে তারা চাচা-চাচি ও আট চাচাতো ভাইবোনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে গুল আহমেদ যে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল সেও রয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর গুল আহমেদ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নিউইয়র্ক টাইমস।
No comments