রিয়ালের সুখ-দুঃখ
দু’ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এরই মাঝে দু’জন চলে গেলেন মাঠের বাইরে- জেমস রদ্রিগেজ ও সের্গিও রামোস। রদ্রিগেজ তো মনে হয় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। ভালো-মন্দে বুধবার লা লীগায় রিয়াল মাদ্রিদের রাতটা কাটল। ২-১ গোলে হারাল তারা সেভিয়াকে। সে সুবাদে গা ঘেঁষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল তারা। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট পাওয়া বার্সা যথারীতি দ্বিতীয় স্থানে। চার পয়েন্টে এগিয়ে যাওয়ার সুখস্পর্শের বিপরীতে দুশ্চিন্তাও থাকার কথা রিয়াল শিবিরে। শনিবার মাদ্রিদ ডার্বিতে লা লীগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়ালের। সেই ম্যাচে সের্গিও ও রদ্রিগেজকে পাচ্ছেন না আন্সেলোত্তি। এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে জেমস রদ্রিগেজের দুর্দান্ত হেডে লা লীগায় টানা চতুর্থ জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান দ্বি^গুণ করেন রদ্রিগেজের বদলে খেলতে নামা জেসে।
ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ করে সেভিয়া। ইনজুরির দরুন চ্যাম্পিয়ন্স লীগে আগামী ১০ ও ১৮ মার্চ শালকের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রদ্রিগেজের খেলতে না পারার সম্ভাবনাই বেশি। সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ডিফেন্ডার সের্গিও রামোসও আগামী ম্যাচে খেলতে পারবেন না। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাটলেটিকোর মাঠে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোবিহীন রিয়াল প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। ম্যাচের ১২ মিনিটে মার্সেলোর ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান রদ্রিগেজ। এর কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বলা হয়, রদ্রিগেজের পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে। দ্রুত সেখানে অস্ত্রোপচার করা হবে। তার বদলি হিসেবে মাঠে নেমেই ৩৬ মিনিটে গোল করেন জেসে। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ইসকো পাস দিয়েছিলেন জেসেকে। ম্যাচের ৮০ মিনিটে আসপাসের গোলে সেভিয়া ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। গত সেপ্টেম্বরে অ্যাটলেটিকোর কাছে হারার পর ঘরের মাঠে লীগে একটি পয়েন্টও হারায়নি রিয়াল। ওয়েবসাইট।
লা লীগার পয়েন্ট টেবিল (শীর্ষ পাঁচ)
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
রিয়াল মাদ্রিদ ২১ ১৮ ০ ৩ ৭০/১৮ ৫৪
বার্সেলোনা ২১ ১৬ ২ ৩ ৫৭/১১ ৫০
অ্যাটলেটিকো ২১ ১৫ ২ ৪ ৪৩/২০ ৪৭
সেভিয়া ২১ ১৩ ৩ ৫ ৩৫/২৪ ৪২
ভ্যালেন্সিয়া ২১ ১২ ৫ ৪ ৩৮/১৯ ৪১
লা লীগায় শীর্ষ
পাঁচ গোলদাতা
২৮ গোল : রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ)
২২ গোল : লিওনেল মেসি (বার্সেলোনা)
১৫ গোল : নেইমার (বার্সেলোনা)
১২ গোল : বাক্কা (সেভিয়া)
১১ গোল : বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও গ্রিয়েজম্যান (অ্যাটলেটিকো)
লা লীগার পয়েন্ট টেবিল (শীর্ষ পাঁচ)
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
রিয়াল মাদ্রিদ ২১ ১৮ ০ ৩ ৭০/১৮ ৫৪
বার্সেলোনা ২১ ১৬ ২ ৩ ৫৭/১১ ৫০
অ্যাটলেটিকো ২১ ১৫ ২ ৪ ৪৩/২০ ৪৭
সেভিয়া ২১ ১৩ ৩ ৫ ৩৫/২৪ ৪২
ভ্যালেন্সিয়া ২১ ১২ ৫ ৪ ৩৮/১৯ ৪১
লা লীগায় শীর্ষ
পাঁচ গোলদাতা
২৮ গোল : রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ)
২২ গোল : লিওনেল মেসি (বার্সেলোনা)
১৫ গোল : নেইমার (বার্সেলোনা)
১২ গোল : বাক্কা (সেভিয়া)
১১ গোল : বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও গ্রিয়েজম্যান (অ্যাটলেটিকো)
No comments