কঙ্গোয় নৃশংস হত্যাযজ্ঞে নিহত ৩৬
গণপ্রজাতন্ত্রী
কঙ্গোয় উগান্ডার সন্দেহভাজন বিদ্রোহীরা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে
শিশু ও নারীসহ কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। দুই জন আহত ও অপর দুই জনকে
অপহরণ করা হয়েছে। মাশেটি (দীর্ঘকায় ধারালো ছুরিবিশেষ) ও কুড়ালের সাহায্যে
নিরীহ বাসিন্দাদের ওপর বর্বরোচিত হামলা চালায় তারা। গতকাল রাতে এ হামলার
ঘটনা ঘটেছে উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা
এএফপি। বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা
চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলে চালানো হত্যাযজ্ঞে এ পর্যন্ত আড়াই
শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এ ধরনের হত্যাযজ্ঞ রোধে বারবার কঙ্গোর
সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
No comments