ময়মনসিংহ আদালতে অপ্রীতিকর ঘটনায় ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ
ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব খাস কামরায় ৪র্থ শ্রেণীর কর্মচারী আমিনুল ইসলামের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ঘটনার জের ধরে ১ ঘণ্টা আদালতের কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টায় আদালতের ৪র্থ শ্রেণীর কর্মচারী আমিনুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব খাস কামরায় ঢুকে হাজিরা খাতায় সই করার জন্য। ম্যাজিস্ট্রেট চিনতে না পারায় তাকে জিজ্ঞাসা করে তুমি কে? উত্তরে আমিনুল বলে, আমি রেকর্ড রুমের এমএলএস। তোমার পোশাক কোথায়? এমএলএসের পোশাক পরতে হবে এমন কোন আইন আছে? ম্যাজিস্ট্রেট ধমক দিয়ে বলেন, রুম থেকে বের হয়ে যাও। এ কথা বলার একপর্যায়ে আমিনুল উত্তেজনা হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মোহাম্মদ আমিমুল এহসান বারান্দা দিয়ে যাওয়ার পথে চিৎকার শুনে খাস কামরায় ঢুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিবকে উদ্ধার করেন। এমএলএস আমিনুলকে আটক করে পুলিশে দেয়। এ খবর জানাজানি হলে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে তার চেম্বারে এক সভায় মিলিত হন। প্রত্যক্ষদর্শী হিসেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মোহাম্মদ আমিমুল এহসান ঘটনার বর্ণনা দিলে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর নেতারা প্রকৃত ঘটনা বুঝতে পারেন। নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোন পদক্ষেপ নেয়ার ব্যাপারে দায়িত্ব দেন। উল্লেখ্য, ইতিপূর্বে এমএলএস আমিনুলকে তার অসদাচারণ ও কর্তব্য কাজে অবহেলার জন্য শোকজ করা হয়। সেই শোকজের জবাব সন্তোষজনক ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানা যায়। আমিনুল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অভিযোগ, ম্যাজিস্ট্রেট আমিনুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এদিকে ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জানান, এ ব্যাপারে বিধান অনুযায়ী মিডিয়াকে কোন বক্তব্য দেয়ার সুযোগ নেই। এমএলএস আমিনুল ইসলামের কোন সন্ধান না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপাারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
No comments