‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়’ -গওহর রিজভী
বাংলাদেশের
অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেছেন,
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। দেশের সংবিধান অনুযায়ী ৫ই জানুয়ারির
নির্বাচন হয়েছে এতে বিদেশীদের কিছু বলার নেই। এই নির্বাচনের ফলে দেশের
গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক
আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান
শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায়
আলোচনা সভায় গওহর রিজভী বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল
যুদ্ধাপরাধের বিচার করা। তাই সকল যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করা হবে, কোন
সমঝোতা করা হবে না। যেসব যুদ্ধাপরাধী দেশের বাইরে আছে, তাদেরকে দেশে
ফিরিয়ে নিতে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানান গওহর রিজভী। তিনি বলেন,
যুদ্ধাপরাধীদের বিচার বা নির্বাচন সম্পর্কে বিদেশীদের কোন চাপ আছে বলে মনে
করি না, আর যদি কোন চাপ থেকেও থাকে তাহলে সরকার এসব বিষয়ে অবস্থান বদলাবে
না। তিনি মৃত্যুদন্ডপ্রাপ্ত চৌধুরী মঈন উদ্দিনকে দেশে ফেরত পাঠাতে বৃটিশ
সরকারকে চাপ প্রয়োগ করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিস্তা
চুক্তি সম্পর্কে গওহর রিজভী বলেন, ভারতের সাথে কিছু কিছু বিষয়ে অমত থাকায়
তিস্তা চুক্তিতে দেরি হচ্ছে। তবে এসব মতপার্থক্য দুর করার বিষয়ে সরকার সব
রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
No comments