স্নোডেনকে পেতে 'লাস্যময়ী' টোপ মস্কোর!
নায়ককে
বশ করতে লাস্যময়ী খলনায়িকার ওপর দায়িত্ব বর্তাল। কিন্তু ধুরন্ধর নায়ক সেই
ফাঁদে পা দিলেন না। ক্রাইম থ্রিলারের প্লট নয়, বাস্তবে হুবহু এমনই ঘটেছে
মস্কোয়, দাবি প্রাক্তন রুশ গোয়েন্দার। এক্ষেত্রে 'নায়ক' নির্বাসিত মার্কিন
প্রযুক্তিবিদ এডওয়ার্ড স্নোডেন। 'খলনায়িকা'র চরিত্রে রাশিয়ার গ্ল্যামারাস
মডেল আনা চ্যাপম্যান। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে চরবৃত্তির
অভিযোগে ফরাসি আদালতের নির্দেশে দোষী সাব্যস্ত হন ডাচ অভিনেত্রী তথা
নৃত্যশিল্পী ডাকসাইটে সুন্দরী মার্গারিতা জার্ত্রাইদা মার্গ্রিট জেললে
ম্যাকলিয়দ ওরফে মাতা হারি। আদালতের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সম্প্রতি রূপের বেসাতি সাজিয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে আরেক সুন্দরীর
বিরুদ্ধে। তবে তার নাগাল পাওয়া আইনের অসাধ্য। মার্কিন সরকারের গোপন নথি
ফাঁস করে হোয়াইটহাউসের রোষে পড়েন কম্পিউটার বিশারদ এডওয়ার্ড স্নোডেন।
গ্রেফতারি এড়াতে রাশিয়ায় সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি। আপাতত মস্কো শহরে
অস্থায়ী আস্তানা গেড়েছেন তিনি। তাকে আশ্রয় দেওয়ার আগে বেশ কয়েক বার জেরা
করেন রুশ গোয়েন্দা দপ্তরের কর্তারা। কিন্তু গোপনীয় মার্কিন তথ্যের হদিশ
পেতে দরকার আরও প্রশ্ন পর্বের। অথচ সে দেশে বেশি দিন থাকার পরিকল্পনা নেই
স্নোডেনের। তাই কৌশলে তাকে মস্কোয় আটকে রাখার ফন্দি আঁটে রাশিয়া, জানিয়েছেন
প্রাক্তন কেজিবি সদস্য বরিস কারপিচকভ। রাশিয়ার গোয়েন্দা সংস্থার চাকরি
ছেড়ে পালিয়ে গিয়ে বৃটেনে আশ্রয় নেন কারপিচকভ। তবে এখনও নিয়মিত দেশের
খোঁজখবর রাখেন। তার দাবি, স্নোডেনকে রাশিয়ায় ধরে রাখতে ছলনাময়ী আনা
চ্যাপম্যানের সাহায্য নেওয়া হয়। জানা গিয়েছে, পরিকল্পনা মতো মার্কিন
প্রযুক্তিবিদের সঙ্গে একবার দেখা করতে যান আনা, তবে তারপর তাদের আর দেখা
হয়নি। রুশ গোয়েন্দাদের পরিকল্পনা ছিল, প্রেমের জালে ফাঁসিয়ে স্নোডেনকে বিয়ে
করবেন চ্যাপম্যান, আর সেই সূত্রে আইনত রাশিয়ার নাগরিকত্ব আরোপ হবে
মার্কিনির উপর। যার ফলে, রাশিয়া ছাড়তে হলে সরকারের অনুমতি প্রয়োজন হবে
স্নোডেনের। আর তখনই তাকে আটকে রেখে দফায় দফায় জেরার সুযোগ পাবেন
গোয়েন্দারা। কিন্তু একাজে আনা চ্যাপম্যানকেই বেছে নেওয়া হলো কেন? নথি বলছে,
প্রাক্তন কেজিবি কর্তার মেয়ে আনা ২০০২ সালে বৃটিশ নাগরিক অ্যালেক্স
চ্যাপম্যানকে বিয়ে করে লন্ডনে বসবাস শুরু করেন। কিন্তু ২০০৪ সালে সে বিয়ে
ভেঙে যায়। সেই সময় রাশিয়ার হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন আনা। বিচারে
দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। রাশিয়ায় আনা
চ্যাপম্যানের প্রবল জনপ্রিয়তা রয়েছে। মডেলিংয়ের পাশাপাশি নামী ফ্যাশন
ব্র্যান্ডের মালিকানা তার নামে। তার সৌন্দর্য এবং যৌন আবেদন নিয়ে হামেশা
সরব হয় রুশ মিডিয়া। এহেন আনার উপর তাই স্নোডেনেক মজানোর বার দেওয়া হয়।
কিন্তু রাশিয়ার পাতা ফাঁদ আগেভাগেই আঁচ করতে পারেন স্নোডেন। তাই মাত্র
একবারের পর যুগলকে জনসমক্ষে আর দেখা যায়নি। বস্তুত গত জুলাই মাসে টুইটারে
সরাসরি স্নোডেনকে বিয়ের প্রস্তাব দেন চ্যাপম্যান। বলা বাহুল্য তাতে সাড়া
দেননি ধুরন্ধর মার্কিনি। পরে এক সাক্ষাত্কাহরে এই বিষয়ে প্রশ্ন করলে
অনুষ্ঠান ছেড়ে চলে যান রহস্যময়ী চ্যাপম্যান।- ওয়েবসাইট।
No comments