খালেদার মামলার সাক্ষ্যগ্রহণ- আইনজীবীদের হট্টগোল, পরবর্তী তারিখ ১৭ই ডিসেম্বর
দুই
পক্ষের আইনজীবীদের হট্টগোল একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এজলাস
কক্ষে হট্টগোলের কারণে সাক্ষ্যগ্রহণের সময় তার বক্তব্য শোনাই যাচ্ছিল না। এ
অবস্থায় বিচারক এজলাস ত্যাগ করে সহকারির মাধ্যমে সাক্ষ্য গ্রহণের পরবর্তী
দিন নির্ধারণ করে দেন। আজ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য
গ্রহণের সময় এ এমন ঘটনা ঘটে। জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ
সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন থাকলেও খালেদা জিয়ার আইনজীবীদের করা কয়েকটি
আবেদনের ওপর শুনানি করতে দিনের বেশিরভাগ সময় চলে যায়। শুনানির পর আবেদনগুলো
খারিজ করে দেয়ার পর বিচারক বাসুদেব রায় মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করলে
খালেদা জিয়ার আইনজীবীরা হট্টগোল শুরু করেন। এসময় সরকার পক্ষের আইনজীবীরা ও
উচ্চ বাক্য বিনিময় করেন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান
আইনজীবীরা। এসময় এজলাসে মামলার বাদি হারুনুর রশিদ সাক্ষ্য দিচ্ছিলেন।
হট্টগোলের কারণে বিচারক সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখে এজলাস ত্যাগ করেন। পরে
বাদীও এজলাস ছেড়ে যান। কিছুক্ষণ পর বিচারক সহকারির মাধ্যমে ১৭ই ডিসেম্বর
সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ জানিয়ে দেন। সকাল সাড়ে ১১টা থেকে আদালতের
কার্যক্রম শুরু হয়। প্রথমে খালেদা জিয়ার আইনজীবীরা অরফানেজ ট্রাস্ট
দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে চারটি সময়ের আবেদন করেন। শুনানি
শেষে তা খারিজ করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন আদালত।
No comments