চাতলাপুর চা বাগানে যা হচ্ছে-
কমলগঞ্জের সীমান্ত এলাকা কুলাউড়ার চাতলাপুর চা বাগানে যাত্রার নামে চলছে উলঙ্গ নৃত্য। আর এ যাত্রা চালাতে গিয়ে প্রকাশ্যে চলছে জুয়া। স্থানীয় প্রভাবশালী একটি মহলের আয়োজনে চলা এ যাত্রা গানে ওয়ান টেনসহ সব ধরনের জুয়া খেলা চলছে। প্রতি রাতে যাত্রার নামে চলা জুয়ায় হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাদা পোশাকের পুলিশ সদস্যদের উপস্থিতিতে চলা ওই জুয়ার আসর থেকে পুলিশ পাচ্ছে মোটা অংকের টাকা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেই স্থানীয় পুলিশ কর্মকর্তারা প্রতি রাতে আয়োজকদের কাছ থেকে ওই টাকা নেয়া হলেও কুলাউড়া থানার ওসি এ ব্যাপারে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। চাতলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির ব্যানারে ১২ই নভেম্বর থেকে চাতলাপুর চা বাগান মাঠে শুরু হয় যাত্রা গান। বিশাল মাঠের এক পাশে যাত্রার প্যান্ডেল। প্যান্ডেলের একটু দূরে রয়েছে সামিয়ানা টাঙানো। ওই খানে বসে জুয়ার আসর। মাঠের অপর পাশে রয়েছে ওয়ান-টেন খেলার ঘর। জেলার বিভিন্ন এলাকা থেকে জুয়া খেলতে আসছেন জুয়াড়িরা। একদিকে মঞ্চে উলঙ্গ নৃত্য অপরদিকে জমজমাট জুয়ার আসর আর বাংলা মদের উন্মাদনায় খেই হারাচ্ছেন আগতরা। প্রকাশ্যে চলা জুয়ার আসরে মুহূর্তে হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়ায় সর্বস্ব হারিয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন অনেকেই। বাগান পঞ্চায়েত কমিটির ব্যানারে চা শ্রমিকদের আমোদ-ফুর্তির জন্য চলা ওই যাত্রা গানের নিয়ন্ত্রক শরীফপুর ইউনিয়নের এক জনপ্রতিনিধির ভাইসহ স্থানীয় কতিপয় প্রভাবশালী। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই যাত্রার নামে চলছে এ খেলা। স্থানীয়রা বিষয়টি সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেল ও কুলাউড়া থানার পুলিশ কর্মকর্তাকে জানান। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিষয়টি দেখবেন বলে স্থানীয়দের জানালেও বন্ধ হয়নি যাত্রার নামে চলা জুয়া খেলা। রহস্যজনক কারণে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের নীরবতায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। কুলাউড়া থানার ওসি অমল কুমার ধর অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
No comments