সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে ইসরাইল : জাতিসংঘ
সিরিয়া সীমান্তের গোলান মালভূমিতে মোতায়েন
করা বাহিনীর ইসরাইলি সৈন্যরা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে
প্রমাণ পাওয়া গেছে। জাতিসংঘ পর্যবেক্ষক দলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে
এসেছে। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এ রিপোর্ট উপস্থাপন করা
হয়েছে। রোববার এ খবর দিয়েছে ডেইলি হারেৎজ। রিপোর্টে বলা হয়েছে, সিরিয়া
সীমান্তে গত ১৮ মাস ধরে বাশারবিরোধী বিদ্রোহীদের সরাসরি সহযোগিতা করছেন
ইসরাইলের সেনা কর্মকর্তারা। জাতিসংঘের এ বাহিনী ১৯৭৪ সাল থেকে অধিকৃত
গোলানে মোতায়েন রয়েছে। ইউএনডিওএফ’এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা
সীমান্তের পূর্ব প্রান্তের গেট খুলে দুই ব্যক্তিকে যে ইসরাইলে ঢুকতে দিয়েছে
তা এ বাহিনী দেখেছে। এছাড়া বিদ্রোহীদের আহত সদস্যদের ইসরাইলের সাফেদ এবং
নাহারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এ বাহিনী।
যুদ্ধবিরতি রেখার ব্রাভো প্রান্ত থেকে সিরিয়ার সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর
সদস্যরা অন্তত ১০ জন আহতকে নিয়ে এসেছে বলে দেখতে পেয়েছে জাতিসংঘ বাহিনী।
সিরিয়ার সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে দুটি বাক্স তুলে দিতেও
দেখেছেন ইউএনডিওএফ’এর সদস্যরা। সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে ইসরাইল
ব্যাপক সহায়তা দিচ্ছে বলে এর আগে একাধিকার অভিযোগ করেছে দামেস্ক। এদিকে,
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবেলায় ক্লোরিন গ্যাস ব্যবহার
করছে দেশটির সরকার। বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র
ব্যবহারের সর্বশেষ এ অভিযোগের কথা শনিবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর
হিউম্যান রাইটস।
যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থাটি জানায়, আইএসকে প্রতিহত করতে দেশটির পূর্বাঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। আইএস সদস্যদের ওপর এর প্রভাবও লক্ষ্য করা গেছে। সংস্থাটি আরও জানায়, ‘দেইর এজর সেনা বিমানবন্দরে বিদ্রোহী কিছু গ্র“পকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে দেখা গেছে।’ দেইর এজরের বেশিরভাগ এলাকা আইএস সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘কিছু এলাকায় জঙ্গিদের প্রতিহত করতে অভিযান চালায় সেনাবাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থাটি জানায়, আইএসকে প্রতিহত করতে দেশটির পূর্বাঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। আইএস সদস্যদের ওপর এর প্রভাবও লক্ষ্য করা গেছে। সংস্থাটি আরও জানায়, ‘দেইর এজর সেনা বিমানবন্দরে বিদ্রোহী কিছু গ্র“পকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে দেখা গেছে।’ দেইর এজরের বেশিরভাগ এলাকা আইএস সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘কিছু এলাকায় জঙ্গিদের প্রতিহত করতে অভিযান চালায় সেনাবাহিনী।
No comments