প্রেমিকের সঙ্গে ব্রিটনির একটানা তিন দিন
ডিসেম্বরের
২ তারিখ ছিল বিশ্বনন্দিত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ৩৩তম জন্মদিন। এর
আগে এতটা ঘটা করে কখনও নিজের জন্মদিন পালন করেননি ব্রিটনি। আর এই আয়োজনের
পুরোটা জুড়েই ছিলেন তার নতুন প্রেমিক চার্লি এবারসল। এ সময় তার সঙ্গে
একটানা তিনদিন একান্তে কাটিয়েছেন ব্রিটনি। এমনিতেই বেশ কিছুদিন ধরে
ঘনিষ্ঠভাবে আবিষ্কার করা যাচ্ছে ব্রিটনি-চার্লিকে। ব্রিটনির জন্মদিনকে ঘিরে
সে ঘনিষ্ঠতা যেন নতুন মাত্রা পায়। জন্মদিনের কেকের ডিজাইন করেছেন খোদ
চার্লি। তিন দিনের আয়োজনের পরিকল্পনাও করেছেন মূলত তিনি। রাত ১২টার সময় দুই
সন্তান, পরিবার, কাছের বন্ধুবান্ধব ও চার্লিকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক
কাটেন ব্রিটনি। তার পরদিনই বেরিয়ে পড়েন সারাদিনের জন্য। সঙ্গে ছিলেন
চার্লি। এদিন বেশ ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন তারা। লং ড্রাইভে গিয়েছেন, ঘুরে
বেড়িয়েছেন। সন্ধ্যায় একটি বাংলোতে সময় কাটিয়েছেন । এর পরের দিনও সেই
বাংলোতে আবার দেখা গেছে তাদের। সব মিলিয়ে চার্লির সঙ্গে জন্মদিনের তিনদিনের
আয়োজন বেশ আনন্দের মধ্য দিয়েই কাটিয়েছেন ব্রিটনি। এদিকে এই সংগীত তারকার
পরবর্তী অ্যালবামের আয়োজক হিসেবে কাজ করছেন প্রেমিক চার্লি। ব্রিটনি
বর্তমানে সবকিছুতেই চার্লির সংস্পর্শ চাচ্ছেন। পরস্পরের সঙ্গ দারুণ উপভোগও
করছেন তারা। তবে তাদের এ সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে কিনা তা নিয়ে সন্দেহ
রয়েছে। নিজের জন্মদিন ও চার্লি প্রসঙ্গে ব্রিটনি বলেন, এটা আমার জীবনের
সেরা জন্মদিন। অনেক আনন্দ করেছি। আর সবকিছু করেছে চার্লি। সে আমাকে কতটা
ভালবাসে, সেটা আবার অনুভব করলাম। এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে চাই আমরা।
No comments