‘ডিসেম্বর অথবা জানুয়ারিতে ট্রাইব্যুনালস আইনের সংশোধনী’
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলতি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে সংগঠনের শাস্তির বিধান এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধনী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। আগামী বছর সংসদের প্রথম অধিবেশনেই সংশোধনীটি সংসদে পাস হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণে আইন প্রণয়নের উদ্যোগ প্রসঙ্গে আনিসুল হক বলেন, বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সবার সঙ্গে আলোচনা করেই এ-সংক্রান্ত আইন করা হবে। এ বিষয়ে কাজ চলছে। এর আগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমাদের দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত প্রতিষ্ঠান এবং এ বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবী তৈরি করতে হবে। তাহলে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা গড়ে তোলা সম্ভব হবে।
No comments