চার্জশিট থেকে আরিফের নাম প্রত্যাহারের দাবিতে সিলেটে সংহতি সমাবেশের ডাক
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলা থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেয়ার দাবিতে সিলেটে সংহতি সমাবেশের ডাক দিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। আগামী ১৮ই ডিসেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সমাবেশ উপলক্ষে আরও এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সময় সিলেট নগরীর দরগাহ গেটের একটি হোটেলে সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীরের সভাপতিত্বে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। জরুরি সভা সর্বসম্মতিক্রমে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড থেকে বাদ দেয়ার দাবিতে আগামী সিসিক প্রাঙ্গণে সংহতি সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১০ই ডিসেম্বর সিটি করপোরেশনের হল রুমে সিসিক কাউন্সিলর এবং ১১ই ডিসেম্বর সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সঙ্গে হোটেল হলিসাইডে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা ও প্রচারপত্র বিলি করার জন্য ঐকমত্য পোষণ করেন উপস্থিত নেতারা। সিলেট পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলামের পরিচালনায় জরুরি সভায় আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজ্জামেল হক, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, আইইবি’র প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, বৃহত্তর গণদাবি পরিষদের আহ্বায়ক আখলাক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. হাবিবুর রহমান, এস আর ক্যাপিটেলের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, সংগঠক ও ব্যবসায়ী এইচ এম আবদুর রহমান, আবদুল মান্নান পুতুল, মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট লোকমান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, রিকশা মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, আবদুল মজিদ, দূর্জয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামন দীপু, আবদুল হাসিম জাকারিয়া, সৈয়দ বদরুল আলম, অ্যাডভোকেট আবু নোমান, সুমেল আহমদ চৌধুরী, সোহেল রানা প্রমুখ।
No comments