ইয়েমেনে লোহিত সাগরে বোটডুবি, ৭০ ইথিওপীয়র মৃত্যু
ইয়েমেনে
লোহিত সাগরের পশ্চিম উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোটডুবির ঘটনায়
কমপক্ষে ৭০ ইথিওপীয় মৃত্যুবরণ করেছেন। বোটটিতে যে ৭০ আরোহী ছিলেন, তাদের
সবাই ইথিওপিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। প্রচন্ড বাতাস ও ঢেউয়ের কারণে
ছোট বোটটি উল্টে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আদম পাচারকারীরা বোটটিতে
ইথিওপিয়ার অভিবাসীদের ইয়েমেনে নিয়ে যাচ্ছিল। ইয়েমেনের তাইজ প্রদেশের
কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। সমুদ্রে
চলাচলের অযোগ্য বোটে আফ্রিকার অভিবাসীদের ইয়েমেনে পাচার করে আদম
পাচারকারীরা। ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র যেমন সৌদি আরব, ওমানে
কিংবা ইউরোপে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে মনে করা হয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও
আরও দূরবর্তী অন্যান্য অঞ্চলের হাজার হাজার অভিবাসী প্রতি বছর অনিরাপদ
বোটে চেপে সমুদ্রপথে পাড়ি জমায় এবং পথিমধ্যে অনেকের সলিলসমাধি ঘটে। গত
মার্চে ইয়েমেনে আরব সাগরের দক্ষিণ উপকূলে কমপক্ষে ৪২ অভিবাসী বোটডুবিতে
প্রাণ হারান।
No comments