দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫
দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলাসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ যাত্রী। আহতদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকাল পৌনে ৯টায় বীরগগঞ্জ উপজেলার ঢেপা নদী সেতু সংলগ্ন নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতরা হলেন- মো. কুরবান আলী (৪৫), শামিমা আকতার (৩০) ও লায়লা বেগম (১৯)। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি দিনাজপুর থেকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলকে পাশ কাটতে গিয়ে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের এক শ্রমিকসহ দু’জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৩ জন। আহতদের স্থানীয় বীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
তবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট খেলা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট খেলা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
No comments