পারসন অব দ্য ইয়ার নরেন্দ্র মোদি
টাইমস
অব ইন্ডিয়ার ‘পারসন অব দ্যা’ ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। এ বছর গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদির ঘাড়ে চেপেই দীর্ঘ
সময় পর ক্ষমতায় আসীন হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ বছর মোদির উত্থান
নিঃসন্দেহে ছিল এ বছর ভারতের সবচেয়ে আলোচিত ঘটনা। সামপ্রদায়িক দাঙ্গায়
উস্কানি দেয়ার অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, ধর্ম নিরপেক্ষ ভারতে তিনিই হয়ে
উঠলেন প্রধানমন্ত্রী। গুজরাটে নিজস্ব ধরনের প্রশাসনিক ব্যবস্থা আর উন্নয়নের
কারণে তার ইতিবাচক ভাবমূর্তিও ছিল। অর্থনৈতিকভাবে কিছুটা ধুঁকতে থাকা ভারত
কংগ্রেস সরকারের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মোদিকেই বেছে নিয়েছিল। তবে
স্বয়ং বিজেপি’রই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদিকে বেছে নিতে বেশ ধকল
সামলাতে হয়েছিল। দলটির অনেক জ্যেষ্ঠ নেতাই মোদির ব্যাপারে নেতিবাচক মনোভাব
পোষণ করে আসছিলেন। তবে মোদির হয়ে ব্যাটিং করতে থাকা রাজনাথ সিং, অরুণ
জেটলিদেরই শেষ পর্যন্ত জয় হয়। ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচন অবশেষে হয়ে
উঠেছিল কেবলই মোদিময়। এমনকি মোদির ঘাড়ে চেপেই এর পরবর্তী বিভিন্ন
নির্বাচনেও ভাল ফল ঘরে তোলে বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিচার করার
সময় এখনও আসেনি। তবে টাইমস অফ ইন্ডিয়ার বিচারে তিনিই ভারতের ‘পারসন অব দ্য
ইয়ার’।
No comments