পিএসসিতে ৯৭.৯২% ও জেএসসিতে ৯০.৪১% পাস
সারা
দেশে একযোগে আজ সকালে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র
স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পঞ্চম শ্রেণীর
শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭.৯২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক
৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ
২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন। ওদিকে অষ্টম শ্রেণীর
জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার পাস করেছে ৯০.৪১ শতাংশ শিক্ষর্থী। এর মধ্যে
আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ৮৯.৮৫ শতাংশ এবং মাদরাসা বোর্ডের
অধীনে জেডিসিতে ৯৩.৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেএসসি-জেডিসি মিলিয়ে
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন। আজ সকালে গণভবনে শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি
তুলে দেন। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি
পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষার্থীরা
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল থেকে এসএমএস
করেও ফল জানা যাবে। ফলাফল শিক্ষাবোর্ডের
ওয়েবসাইটে(www.educationboardresults.gov.bd) জেএসসি- জেডিসি এবং প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর(www.dpe.gov.bd) ও টেলিটক মোবাইলের
ওয়েবসাইটে(http://dpe.teletalk.com.bd) পাওয়া যাবে। এছাড়াও মোবাইলে এসএমএস
করে ফল পাবেন শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনীর জন্য যে কোন মোবাইল ফোন থেকে
DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস
দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে
হবে। জেএসসি-জেডিসির জন্য যে কোন মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ
বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস
দিয়ে ২০১৪ লিখতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
No comments