ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছত্রকে বলৎকারের অভিযোগে সিরাজগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে স্থানীয় জনতা মারপিট করে পুলিশে সোর্পদ করেছে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সবুর (৩৮) শহরের মালসাপাড়া কবরস্থান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার বাংলা শিক্ষক ও কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পরানপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। সোমবার রাতে এ ঘটনার পর ওই ছাত্রের মা রাতেই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, শহরের ধানবান্ধি জেসি রোডের বাসিন্দা ওই ছেলেকে ৩ বছর আগে সিরাজগঞ্জ পৌরসভার তত্বাবধানে পরিচালিত ওই মাদ্রাসায় হাফিজি পড়ার জন্য ভর্তি করা হয়। ১৭ই ডিসেম্বর রাতে শিক্ষক আব্দুস সবুর ওই ছাত্রকে চায়ের কাপ ধুয়ে দেয়ার কথা বলে তার রুমে ডেকে নিয়ে দরজা আটকে জোরপূর্বক বলৎকারের চেষ্টা করে। এসময় ছেলেটির চিৎকারে ওই শিক্ষক তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর ওই ছাত্র বাড়িতে ফিরে গিয়ে কাউকে কিছু না বললেও আর মাদ্রাসায় ফিরে যায়নি। স্বজনরা মাদ্রাসায় ফিরে যেতে বললে গতকাল সোমবার সে পরিবারের কাছে শিক্ষকের বলৎকারের বিষয়টি জানায়। জানাজানি হওয়ার পর ছেলেটির স্বজন ও আশপাশের লোকজন রাতে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে মারপিট করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ওই শিক্ষককে আটক করে থানায় আনার পর ওই ছাত্র, তার মা ও মামাসহ স্বজনরা থানায় এসেছিল। উভয়পক্ষের বক্তব্য শোনার পর ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। রাতে ওই শিক্ষক থানা হেফাজতে ছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
No comments