বলের কথা বলে শিশুকে বোমা উপহার

রাজধানীর বাড্ডা আদর্শনগর বস্তির সামনে খেলা করছিল দুই শিশু ফাহিম (৮) ও ইয়াছিন (৭)। এ সময় অপরিচিত দুই যুবক তাদের কাছে যায়। সঙ্গে থাকা একটি ব্যাগ ফাহিমের হাতে দিয়ে বলে, 'এতে টেনিস বল আছে। এই বল দিয়ে খেলো।' উল্লসিত ফাহিম ব্যাগের ভেতর থেকে একটি 'বল' বের করে। কিছু বোঝার আগেই ফাহিমের হাতেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বলরুপী ককটেল। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। আহত ফাহিমকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। শিশু ইয়াছিনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, দুর্বৃত্তদের এটি একটি নতুন কৌশল। এর আগে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে অনেক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি টেনিস বল উদ্ধার করা হয়েছে। শিশুদের হাতে দেওয়া ব্যাগের ভেতর ককটেলের সঙ্গে একটি বলও ছিল বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। ফাহিমের মা নাসিমা বেগম জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ইয়াছিনসহ ফাহিম বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় দুই যুবক ফাহিমের হাতে একটি ব্যাগ দিয়ে জানায়, তাতে টেনিস বল রয়েছে। ওই দুই যুবক চলে যাওয়ার পর ফাহিম ব্যাগের ভেতর থেকে একটি বল বের এবং কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। তিনি শব্দ পেয়ে বাসার সামনে গিয়ে দেখেন, ফাহিম রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে ফাহিমকে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসকরা জানিয়েছেন, ফাহিমের ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। তার হাতের আঙুল ছাড়াও পেট ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। শিশু ইয়াছিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ রয়েছে বলে জানা গেছে। ফাহিমের বাবার নাম শহিদুল মিয়া। তিনি পেশায় রিকশাচালক।

No comments

Powered by Blogger.