নির্বাচিত হলেন যারা

(১৪৭ আসন) দশম জাতীয় সংসদ নির্বাচনে রোববার যে ১৪৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে তারমধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ১০৪টি আসন। এ ছাড়াও স্থগিত হওয়া ৮টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এসব আসনের স্থগিত কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। স্থগিত আসনগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-৪, দিনাজপুর-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১। ইসি সচিবালয়ের হিসাব অনুযায়ী ১৩৯ কেন্দ্রে ভোট গ্রহণের শতকরা হার ৩৯ দশমিক ৮১ ভাগ। যদিও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভোট গ্রহণের চূড়ান্ত হার জানতে আরও দু'একদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাসদ, ওয়ার্কার্স পার্টি ও তরীকত ফেডারেশন একটি করে আসন পেয়েছে। লাঙ্গল প্রতীক নিয়ে এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ১৪টি আসন। নিজ দলের হাতুড়ি প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি পেয়েছে ২টি ও মশাল প্রতীক নিয়ে জাসদ পেয়েছে আরও একটি আসন। নবগঠিত বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছে একটি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১৪টি আসনে।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৫৩ আসনের মধ্যে আওয়ামী লীগ ১২৭, জাতীয় পার্টি ২০, জাসদ ৩, ওয়ার্কার্স পার্টি ২ ও জাতীয় পার্টি (জেপি) ১টি আসন লাভ করেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা :পঞ্চগড়-১ নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল)। পঞ্চগড়-২ মো. নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগ (নৌকা)। ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগ (নৌকা)। ঠাকুরগাঁও-৩ মো. ইয়াসিন আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি)। দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, আওয়ামী লীগ (নৌকা)। দিনাজপুর-৩ ইকবালুর রহিম, আওয়ামী লীগ (নৌকা)। দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)। দিনাজপুর-৬ মো. শিবলী সাদিক, আওয়ামী লীগ (নৌকা)। নীলফামারী-১ মো. আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ (নৌকা)। নীলফামারী-৩ গোলাম মোস্তফা, আওয়ামী লীগ (নৌকা)। লালমনিরহাট-১ মো. মোতাহার হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। লালমনিরহাট-৩ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল, আওয়ামী লীগ (নৌকা)। রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টি (লাঙ্গল)। রংপুর-৪ টিপু মুনশি, আওয়ামী লীগ (নৌকা)। রংপুর-৬ শেখ হাসিনা, আওয়ামী লীগ (নৌকা)। কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি (লাঙ্গল)। কুড়িগ্রাম-৪ মো. জাকির হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। গাইবান্ধা-২ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, আওয়ামী লীগ (নৌকা)। বগুড়া-৪ একেএম রেজাউল করিম তানসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (মশাল)। চাঁপাইনবাবগঞ্জ-২ মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, আওয়ামী লীগ (নৌকা)। নওগাঁ-৩ মো. ছলিম উদ্দীন তরফদার, স্বতন্ত্র (কলস)। নওগাঁ-৪ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রাং, আওয়ামী লীগ (নৌকা)। নওগাঁ-৫ মো. আবদুল মালেক, আওয়ামী লীগ (নৌকা)। রাজশাহী-৩ মো. আয়েন উদ্দিন, আওয়ামী লীগ (নৌকা)। রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগ (নৌকা)। নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ (নৌকা)। সিরাজগঞ্জ-৫ আ. মজিদ মণ্ডল, আওয়ামী লীগ (নৌকা)। পাবনা-১ মো. শামসুল হক টুকু, আওয়ামী লীগ (নৌকা)। পাবনা-৩ মো. মকবুল হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। মেহেরপুর-১ ফরহাদ হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। মেহেরপুর-২, মো. মকবুল হোসেন, স্বতন্ত্র (ফুটবল)। কুষ্টিয়া-১, মো. রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র (আনারস)। কুষ্টিয়া-৩ মো. মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগ (নৌকা)। কুষ্টিয়া-৪ আবদুর রউফ, আওয়ামী লীগ (নৌকা)। চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন), আওয়ামী লীগ (নৌকা)।
চুয়াডাঙ্গা-২ মো. আলী আজগর, আওয়ামী লীগ (নৌকা)। ঝিনাইদহ-১ মো. আবদুল হাই, আওয়ামী লীগ (নৌকা)। ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী, স্বতন্ত্র (আনারস)। ঝিনাইদহ-৩ মো. নবী নেওয়াজ, আওয়ামী লীগ (নৌকা)। ঝিনাইদহ-৪ মো. আনোয়ারুল আজিম (আনার), আওয়ামী লীগ (নৌকা)। যশোর-২ মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা)। যশোর-৪, রণজিত কুমার রায়, আওয়ামী লীগ (নৌকা)। যশোর-৬ ইসমাত আরা সাদেক, আওয়ামী লীগ (নৌকা)। মাগুরা-১ মোহাম্মদ সিরাজুল আকবর, আওয়ামী লীগ (নৌকা)। মাগুরা-২ বীরেন শিকদার, আওয়ামী লীগ (নৌকা)। নড়াইল-২ শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (নৌকা)। বাগেরহাট-৪ মো. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, আওয়ামী লীগ (নৌকা)। খুলনা-২ মুহাম্মদ মিজানুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)। খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগ (নৌকা)। সাতক্ষীরা-১, মুস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (নৌকা)। সাতক্ষীরা-২, মীর মোস্তাক আহমেদ রবি, আওয়ামী লীগ (নৌকা)। বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, আওয়ামী লীগ (নৌকা)। বরগুনা-২ শওকত হাচানুর রহমান (রিমন), আওয়ামী লীগ (নৌকা)। পটুয়াখালী-১ এবিএম রুহুল আমীন হাওলাদার, জাতীয় পার্টি (লাঙ্গল)। পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আওয়ামী লীগ (নৌকা)। ভোলা-২ আলী আজম, আওয়ামী লীগ (নৌকা)। ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, আওয়ামী লীগ (নৌকা)। বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগ (নৌকা)। বরিশাল-৩ টিপু সুলতান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি)। বরিশাল-৪ পংকজ দেবনাথ, আওয়ামী লীগ (নৌকা)। ঝালকাঠি-১ বজলুল হক হারুন, আওয়ামী লীগ (নৌকা)। পিরোজপুর-৩ মো. রুস্তম আলী ফরাজী, স্বতন্ত্র (আনারস)। টাঙ্গাইল-২ খন্দকার আসাদুজ্জামান, আওয়ামী লীগ (নৌকা)। টাঙ্গাইল-৫ মো. ছানোয়ার হোসেন, আওয়ামী লীগ (নৌকা)। টাঙ্গাইল-৬ খন্দকার আবদুল বাতেন, আওয়ামী লীগ (নৌকা)। জামালপুর-১ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ (নৌকা)। জামালপুর-২ মো. ফরিদুল হক খান, আওয়ামী লীগ (নৌকা)। জামালপুর-৪ মোহাম্মদ মামুনুর রশীদ, জাতীয় পার্টি (লাঙ্গল)। জামালপুর-৫ মো. রেজাউল করিম হীরা, আওয়ামী লীগ (নৌকা)। শেরপুর-১ মো. আতিউর রহমান আতিক, আওয়ামী লীগ (নৌকা)। শেরপুর-২ মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা)। শেরপুর-৩ একেএম ফজলুল হক, আওয়ামী লীগ (নৌকা)। ময়মনসিংহ-৩ মজিবুর রহমান ফকির, আওয়ামী লীগ (নৌকা)। ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ (নৌকা)। ময়মনসিংহ-৭ এমএ হান্নান, জাতীয় পার্টি (লাঙ্গল)। ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল, আওয়ামী লীগ (নৌকা)। ময়মনসিংহ-১১ মোহাম্মদ আমানউল্লাহ, আওয়ামী লীগ (নৌকা)। নেত্রকোনা-১, ছবি বিশ্বাস, আওয়ামী লীগ (নৌকা)। নেত্রকোনা-২, আরিফ খান জয়, আওয়ামী লীগ (নৌকা)। নেত্রকোনা-৩ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, আওয়ামী লীগ (নৌকা)। কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক, জাতীয় পার্টি (লাঙ্গল)। মানিকগঞ্জ-১ এএম নাঈমুর রহমান দুর্জয়, আওয়ামী লীগ (নৌকা)। মুন্সীগঞ্জ-১ সুকুমার রঞ্জন ঘোষ, আওয়ামী লীগ (নৌকা)। মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, আওয়ামী লীগ (নৌকা)। ঢাকা-১ সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল)। ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন, জাতীয় পার্টি (লাঙ্গল)। ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, আওয়ামী লীগ (নৌকা)। ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টি (লাঙ্গল)। ঢাকা-৭ হাজী মোহাম্মদ সেলিম, স্বতন্ত্র (হাতি)। ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগ (নৌকা)। ঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, আওয়ামী লীগ (নৌকা)। ঢাকা-১৭ এসএম আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) (টেলিভিশন)। ঢাকা-১৮ সাহারা খাতুন, আওয়ামী লীগ, (নৌকা)। গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি), আওয়ামী লীগ (নৌকা)। নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা)। নরসিংদী-২ কামরুল আশরাফ খান, স্বতন্ত্র, (দোয়াত-কলম)। নরসিংদী-৩ মো. সিরাজুল ইসলাম মোল্লা, স্বতন্ত্র (হাঁস)। নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগ (নৌকা)। ফরিদপুর-৪ মজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র (আনারস)। গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগ (নৌকা)। গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ (নৌকা)। গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, আওয়ামী লীগ (নৌকা)। সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগ (নৌকা)। সুনামগঞ্জ-৩ এমএ মান্নান, আওয়ামী লীগ (নৌকা)। সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগ (নৌকা)। সিলেট-২ মো. ইয়াহিয়া চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল)। সিলেট-৪ ইমরান আহমদ, আওয়ামী লীগ (নৌকা)। মৌলভীবাজার-১ মো. শাহাবউদ্দিন, আওয়ামী লীগ (নৌকা)। মৌলভীবাজার-২ মো. আবদুল মতিন, স্বতন্ত্র (আনারস)। হবিগঞ্জ-২ মো. আবদুল মজিদ খান, আওয়ামী লীগ (নৌকা)। হবিগঞ্জ-৩ মো. আবু জাহির, আওয়ামী লীগ (নৌকা)। হবিগঞ্জ-৪ মো. মাহবুব আলী, আওয়ামী লীগ (নৌকা)। ব্রাহ্মণবাড়িয়া-১ মোহাম্মদ ছায়েদুল হক, আওয়ামী লীগ (নৌকা)। ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টি (লাঙ্গল)। ব্রাহ্মণবাড়িয়া-৩ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা)। ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)। কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আওয়ামী লীগ (নৌকা)। কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, স্বতন্ত্র (আনারস)। কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, স্বতন্ত্র (হাতি)। কুমিল্লা-৫ আবদুল মতিন খসরু, আওয়ামী লীগ (নৌকা)। কুমিল্লা-৬ আ. ক. ম বাহাউদ্দীন, আওয়ামী লীগ (নৌকা)। কুমিল্লা-৮ নূরুল ইসলাম মিলন, জাতীয় পার্টি (লাঙ্গল)। কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা)। ফেনী-৩ রহিম উল্লাহ, স্বতন্ত্র (হরিণ)। নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, আওয়ামী লীগ (নৌকা)। লক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহ, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-২ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, তরীকত ফেডারেশন (নৌকা)। চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-৪ দিদারুল আলম, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-৯, জিয়াউদ্দীন আহমেদ বাবলু, জাতীয় পার্টি (লাঙ্গল)। চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-১২ সামশুল হক চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, আওয়ামী লীগ (নৌকা)। চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা)। কক্সবাজার-৪ আবদুর রহমান বদি, আওয়ামী লীগ (নৌকা)। পার্বত্য খাগড়াছড়ি কুজেন্দ্রলাল ত্রিপুরা, আওয়ামী লীগ (নৌকা)। পার্বত্য রাঙামাটি উষাতন তালুকদার, স্বতন্ত্র (হাতি)। পার্বত্য বান্দরবান বীর বাহাদুর উ শৈ সিং, আওয়ামী লীগ (নৌকা)।

No comments

Powered by Blogger.