ক্যারোলিন কেনেডি জাপানে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার দেশটির প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডিকে জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেছেন। ক্যারোলিন একজন আইনজীবী। তিনি ২০০৮ ও ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ওবামাকে সমর্থন করেছিলেন। তবে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তিনি আততায়ীর হাতে নিহত প্রেসিডেন্ট কেনেডি ও জ্যাকুলিন কেনেডি দম্পতির একমাত্র জীবিত সন্তান। সিনেট অনুমোদন দিলে ক্যারোলিনই হবেন জাপানে নিযুক্ত প্রথম নারী মার্কিন রাষ্ট্রদূত। ক্যারোলিনকে কী কারণে মনোনীত করেছেন ওবামা, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ায় কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের চেয়ারম্যান কেনেথ আর ফাইনবার্গ এক বার্তায় ক্যারোলিনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ক্যারোলিনের চেয়ে বেশি সামর্থ্য ও সততার সঙ্গে এ দেশকে অন্য কেউ তুলে ধরতে পারবেন বলে আমি চিন্তা করতে পারি না।’ বিবিসি।
No comments