ক্যান্সারাক্রান্ত শিশুর প্রতি বুশের ভালোবাসা
ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত এক শিশুর
প্রতি সহমর্মিতা জানাতে নিজের মাথা কামিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক
প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ। তাঁর মুখপাত্র গত বুধবার এ কথা
জানিয়েছেন।
দুই বছর বয়সী শিশুটির নাম প্যাট্রিক। সে বুশের
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তার ছেলে। প্যাট্রিকের ক্যান্সারের
চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুটির মাথার চুল পড়ে যাচ্ছে।
প্যাট্রিকের প্রতি সহমর্মিতা জানাতে বুশের নিরাপত্তাদলের অনেকেই নিজেদের
মাথা কামিয়ে ফেলেছেন। বুশও এর ব্যতিক্রম হননি। বুশের মুখপাত্র গত বুধবার
জানান, চলতি সপ্তাহের শুরুতে তিনি (বুশ) মাথা কামিয়ে ফেলেন। আর এটি করেন
প্যাট্রিকের প্রতি সহমর্মিতা জানাতে।
৬০ বছর আগে একই অসুখে মারা যায় বুশ ও বারবারা দম্পতির দ্বিতীয় সন্তান। চার বছর বয়সী ছেলেটির নাম ছিল রবিন। ৮৯ বছর বয়সী বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এক মেয়াদে এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেইন অঙ্গরাজ্যে বসবাস করছেন। সূত্র : বিবিসি।
৬০ বছর আগে একই অসুখে মারা যায় বুশ ও বারবারা দম্পতির দ্বিতীয় সন্তান। চার বছর বয়সী ছেলেটির নাম ছিল রবিন। ৮৯ বছর বয়সী বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এক মেয়াদে এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেইন অঙ্গরাজ্যে বসবাস করছেন। সূত্র : বিবিসি।
No comments