ডি-৮ সম্মেলন শেষ-জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো অষ্টম ডি-৮ সম্মেলন। গত বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া উন্নয়নশীল আটটি দেশ শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পরমাণু শক্তিসংক্রান্ত গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের বৃহত্তর সহযোগিতার প্রশ্নে একমত হয়েছে।
তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।সম্মেলন শেষে 'ইসলামাবাদ ঘোষণা' গ্রহণ করা হয়। সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য জ্বালানির উৎসগুলোকে কার্যকর নিয়ন্ত্রণের ওপর জোর দেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা। এ ছাড়া সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময়, নতুন জ্বালানি সম্পদ আহরণ, বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়নের ওপরও জোর দেন নেতারা। সূত্র : ডন।
No comments