ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেলেন লুলা
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাকে ইন্দিরা গান্ধী শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার দিয়েছে ভারত।
ব্রাজিলে দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শক্তিশালী বন্ধনের পক্ষে কথা বলায় এবং ভারত ও ব্রাজিলের মধ্যে সহযোগিতার সম্পর্কে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতিতে লুলার হাতে পুরস্কার তুলে দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এ সময় লুলা বলেন, এ পুরস্কার তাঁর নয় বরং তা ব্রাজিলের জনগণের। এ পুরস্কারের অর্থমূল্য ২৫ লাখ রুপি। সঙ্গে একটি ট্রফিও দেওয়া হয়।ব্রাজিলে দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শক্তিশালী বন্ধনের পক্ষে কথা বলায় এবং ভারত ও ব্রাজিলের মধ্যে সহযোগিতার সম্পর্কে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
লুলার অবদানের কথা তুলে ধরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রণব বলেন, 'ব্রাজিলের দুই কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করায় লুলা অবদান রেখেছেন। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর ব্লক আইবিএসএ (ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা)কে একটি শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে।' সূত্র : রয়র্টার্স।
No comments