ছাপা বন্ধ হচ্ছে, মিলবে অনলাইনে

নিউজউইকের মুদ্রিত সংস্করণ বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর কাগজে শেষবার মুদ্রিত হবে ৮০ বছরের জনপ্রিয় এ সাময়িকী। বিজ্ঞাপন কমার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সাময়িকীটি প্রকাশের ৮০ বছর চলছে।


চলতি ঘটনাবলি নিয়ে মার্কিন এ সাময়িকীটির অবস্থান ছিল টাইমের পরেই। তবে বিজ্ঞাপন কমার পাশপাশি প্রচারসংখ্যাও কমতে থাকে এটির। এ অবস্থায় ২০১০ সালের আগস্টে মালিকপক্ষ ওয়াশিংটন পোস্ট কম্পানি সাময়িকীটিকে সিডনি হারমানের কাছে বিক্রি করে দেয়। এর তিন মাস পর ডেইলি বিস্টের সঙ্গে একীভূত হয় এটি।
ডেইলি বিস্টের প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন বলেন, প্রতি মাসে দেড় কোটিরও বেশি পাঠক তাদের অনলাইন সংস্করণ পড়ে। এক বিবৃতিতে তিনি বলেন, 'আমরা নিউজউইককে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাচ্ছি। এটি বন্ধ করছি না। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িকীর জনপ্রিয়তা (ব্র্যান্ড) ও সাংবাদিকতার উৎকর্ষতা মাথায় রেখেই।' মুদ্রিত সংস্করণ প্রকাশ ও প্রচারের ব্যাপারটি সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়েছিল বলে স্বীকার করেন তিনি। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.