আফগানিস্তানে পাকিস্তানি পত্রিকার ওপর নিষেধাজ্ঞা

পাকিস্তানের সব সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আফগানিস্তান। এসব সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মাধ্যমে তালেবান যাতে জনমত গড়ে তুলতে না পারে সেই লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানের তুর্কহাম সীমান্ত দিয়ে যাতে পাকিস্তানি সংবাদপত্র আফগানিস্তানে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী তিনটি প্রদেশ নানগরহর, কুনার ও নুরিস্তানের সীমান্তরক্ষী পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সংবাদপত্রগুলো তালেবানের প্রচারণা চালানোর একটি হাতিয়ার। 'এসব পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। আর এ ভিত্তিহীন সংবাদ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের মনে উদ্বেগের জন্ম দিচ্ছে। এ ছাড়া এসব সংবাদপত্র তালেবানের প্রচার চালানোর অন্যতম হাতিয়ার।'
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার প্রতিফলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও দেখা গেছে। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.