ফিলিপাইনে মোরো বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি শিগগির
ফিলিপাইন সরকার ও মিন্দানাও দ্বীপের মুসলিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএফএফ) শান্তি চুক্তির খুব কাছাকাছি পেঁৗছে গেছে। আগামী মাসের শুরুর দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় বৈঠকে চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি হলে ১৫ বছর ধরে চলা শান্তি আলোচনা আলোর মুখ দেখবে।
সরকার ও বিদ্রোহী দুই পক্ষের আলোচকরা জানান, চলতি বছরেই শান্তিচুক্তি হবে। চুক্তির পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু করবে বিদ্রোহীরা। চুক্তির সইয়ের মধ্য দিয়ে ৪০ বছরের সংঘাতের অবসান ঘটবে। স্বায়ত্তশাসনের দাবিতে গত চার দশক ধরে বিদ্রোহে এ পর্যন্ত এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং আরো লাখ খানেক মানুষ বাস্তুহারা হয়েছে। মোরো বিদ্রোহীদের প্রধান আলোচক মহাঘার ইকবাল বলেন, 'আমরা চুক্তির খুব কাছে পেঁৗছে গেছি। তবে ভূখণ্ড, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সম্পদের ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।' সূত্র : রয়টার্স।
No comments