চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, নেপথ্যে ২ কোটি টাকার টেন্ডার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিএডিসি’র প্রায় দুই কোটি টাকার পরিবহন টেন্ডারকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, হাবিবুর রহমান লাভলু এবং কোষাধ্যক্ষ বজলুর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল পৌনে চারটায় দেশী অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা এই হামলা ও ভাঙচুর চালায়। হামলায় ঘরবাড়ি ও আসবাব ভাঙচুর হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান লাভলু জানান, বিএডিসি’র টেন্ডারে অংশগ্রহণের কারণে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এ ই হামলা চালায়। হামলাকারীদের মধ্যে তিনি জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুকে চিনতে পেরেছেন। তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। অপরদিকে জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু এই হামলার ঘটনায় তাকে জড়িয়ে চেম্বার সভাপতির বক্তব্যকে অস্বীকার করেছেন। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে দাবি করেন। টেন্ডার কমিটির আহ্বায়ক বিএডিসির যুগ্ম পরিচালক আব্দুল মালেক জানান, প্রায় দুই কোটি টাকার পরিবহন টেন্ডারের বিপরীতে ১৩২টি শিডিউল বিক্রি করা হয়। বৃহস্পতিবার দুপুর একটায় বাক্স খোলার কথা থাকলেও টেন্ডার ড্রপকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় তা আগামী রোববার খোলার সিদ্ধান্ত নিয়েছে টেন্ডার কমিটি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী হামলা ও ভাঙরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে, হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
No comments