সরকারদলীয় নেতাদের দখলে হাটের টেন্ডার
কাজী সোহাগ: এবার টেন্ডার আমরাই পাবো। নিশ্চিত। যে ৪ জন জমা দিয়েছেন সবাই আমাদের দলের। যুবদলের কয়েকজন জমা দিতে চেয়েছিল। বড় ভাই তাদের ঠেকিয়ে দিয়েছে। যদি না পান? এটার কোন সম্ভাবনা নেই। আপা (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন) আগেই বলে দিয়েছেন। তাই সবকিছু ঠিক হয়েই আছে। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোরবানি পশুর হাটের টেন্ডার জমা দিয়ে এ মন্তব্য করলেন তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম টুক্কু। তিনি এসেছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের সেক্রেটারি এমডি হালিমের সঙ্গে। উত্তরার ১১ নং সেক্টরের সোনারগাঁ-জনপথ মাঠের হাটের জন্য টেন্ডারে অংশ নিয়েছেন ওই নেতা। খোঁজ নিয়ে জানা গেছে, শেষ পর্যন্ত ওই নেতা সর্বোচ্চ দরদাতা হয়েছেন। একই ভাবে উত্তরার আরেকটি হাটের টেন্ডারে অংশ নিয়েছেন উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করপোরেশনের সবগুলো হাটের টেন্ডার এবার দখলে নিয়েছেন সরকার দলীয় নেতারা। বিএনপির কোন নেতা এসব টেন্ডারে অংশ নিতে পারেননি। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কমিউনিটি সেন্টার কার্যালয়ে ৯টি হাটের জন্য টেন্ডার খোলা হয়। এর মধ্যে ঢাকা পলিটেকনিক্যাল খেলার মাঠের হাটের টেন্ডার তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়। ওই টেন্ডারে অংশ নেয়া তিনজনের মধ্যে সর্বনিম্ন দরদাতা কামাল অ্যান্ড ব্রাদার্স পে-অর্ডার জমা দেয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেন্ডারের নামে অনেকটা কাজ ভাগাভাগি করে নিয়েছেন সরকারদলীয় নেতারা। এ কারণে বেশির ভাগ হাটের দর উঠেছে অন্যান্য বারের তুলনায় অনেক কম। এতে ক্ষতিগ্রস্ত হবে সিটি করপোরেশন। তারা বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে বঞ্চিত হবেন। ৯টি হাটের মধ্যে এবার সর্বোচ্চ ৫৪ লাখ ৩০ হাজার টাকা দাম উঠেছে আগারগাঁও বস্তি এলাকার মাঠের জন্য। এছাড়া, অন্যান্য হাটের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে বনানী-কাকলী রেলওয়ে হাটের জন্য ৪৫ লাখ, খিলক্ষেত-বনরূপা আবাসিক প্রকল্প মাঠের জন্য ৪২ লাখ ৪২ হাজার ৪২০ টাকা, তালতলা বাসস্ট্যান্ডের হাটের জন্য ৩৭ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা, বারিধারা জে ব্লকের হাটের জন্য ১০ লাখ ১০ হাজার টাকা, উত্তরা-১১ নং হাটের জন্য ৮ লাখ ৫০ হাজার ও মিরপুর-৬ নং হাটের জন্য ২ লাখ ২১ হাজার টাকা। এর আগে বুধবার করপোরেশন ৯টি হাটের জন্য ৯৪টি টেন্ডার শিডিউল বিক্রি করে। এর মধ্যে সবচেয়ে বেশি ২১টি শিডিউল বিক্রি হয়েছে বনানী-কাকলী হাটের জন্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ ফসিউল্লাহ গতকাল মানবজমিনকে বলেন, দরপত্র মূল্যায়ন কমিটি আগামী রোববার সকাল ১০টায় টেন্ডার নিয়ে বৈঠক করবে। এরপরই চূড়ান্ত দরদাতাদের নাম ঘোষণা করা হবে। ৮ সদস্যের মূল্যায়ন কমিটির প্রধান করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সাধারণত পূর্ববর্তী তিন বছরের টেন্ডারের গড় দেখে কমিটি এবার সিদ্ধান্ত চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে। এদিকে বাতিল বা অগ্রহণযোগ্য টেন্ডারের জন্য করপোরেশন আবারও দরপত্র আহ্বান করবে। এজন্য দরপত্রের ফরম বিক্রির শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬শে সেপ্টেম্বর। দরপত্র দাখিল ও খাম খোলা হবে ২৭শে সেপ্টেম্বর। এদিকে হাটের টেন্ডার দিয়ে সিটি করপোরেশন এবার আগের তুলনায় বেশি টাকা আয় করতে পারবে বলে প্রত্যাশা করপোরেশনের। গতবার ৬টি হাট ইজারা দিয়ে করপোরেশন আয় করে প্রায় সাড়ে তিন কোটি টাকা। নিয়ম অনুযায়ী আগের বছরের তুলনায় ইজারা বাণিজ্যে ১০ ভাগ বেশি আয় হয়ে থাকে।
No comments