‘সমঝোতায় আসুন’- আওয়ামী লীগকে ফখরুল
স্টাফ রিপোর্টার: সংঘাতময় পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগকে সমঝোতায় আসার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট বৃটিশ ল স্টুডেন্ট এলায়েন্স’ আয়োজিত হিউম্যান রাইটস সলিউশন অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছেন এর ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। দেশ একটি নিশ্চিত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই সংঘাত দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করবে। দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে আলোচনায় আসুন। বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ বের হবে। তাই সংঘাতের পরিস্থিতি এড়াতে সমঝোতায় আসুন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর না হলে জনগণ ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে দেশকে রক্ষা করার জন্য। তখন আর পালানোর পথ খুঁজে পাবেন না। একই অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জনগণের অধিকার রক্ষার জন্য আমরা আগামী সংসদ অধিবেশনে যাওয়ার চিন্তাভাবনা করছি। সংসদে গিয়ে জনগণের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি জাবেদুল্লাহ জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগীব রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
No comments