ঢাকা-রাজশাহী রুটে যান চলাচল শুরু
রাজশাহী সংবাদদাতা : হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে ডাকাতি ও তার জের ধরে কাউন্টারে হামলা ও ভাংচুরের ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। বাস শ্রমিক ও পুলিশের ফলপ্রসু বৈঠকের পর যান চলাচল শুরু হয়। তবে বিকেলের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে শ্রমিকদের পক্ষ থেকে হুশিয়ারি দেয়া হয়। এনিয়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে আরেকটি বৈঠকে বসবে পুলিশ। এর আগে বাস শ্রমিকরা আজ সকাল সাড়ে সাতটা থেকে এই রুটে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল। নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস নাটোরের বনপাড়ায় ডাকাতদের কবলে পড়ে। এতে ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। এরপর বাসটি রাজশাহী বাস টার্মিনালে এসে পৌঁছালে উত্তেজিত যাত্রীরা ওই ডাকাতির সঙ্গে হানিফ এন্টারপ্রাইজের যোগসাজশ থাকতে পারে এমন অভিযোগ এনে কাউন্টারে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে তারা হানিফ কাউন্টারের ম্যানেজার সোহেলকে মারধর করে। ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক, ও হানিফ পরিবহনের রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক মঞ্জুর রহমান খোকন জানান, হানিফের কর্মীরাসহ অন্যান্য বাস ও পরিবহনের শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করা হয়।ডাকাতদের সঙ্গে যোগসাজশের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোকাররম হোসেন খান জানান, এ ঘটনায় কোন পক্ষই থানায় মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
No comments