রাজধানী থেকে ৬ ডাকাত আটক
অনলাইন ডেস্ক : ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে রাজধানী থেকে ৬জনকে আটক করেছে পুলিশ। মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি বিভিন্ন সময়ে তাদের আটক করে। এরা হলো রুবেল (২৬), সাইদ ((৩২), মিলন (৩২), আদিল (২১), শুভঅনলাইন ডেস্ক : ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে রাজধানী থেকে ৬জনকে আটক করেছে পুলিশ। মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি বিভিন্ন সময়ে তাদের আটক করে। এরা হলো রুবেল (২৬), সাইদ ((৩২), মিলন (৩২), আদিল (২১), শুভ (২৬) ও মাসুম (২২)। আজ বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এদের সাংবাদিকদের সামনে আনা হয়। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মসিউর রহমান জানান, মিরপুর সেনপাড়া পর্বতা এলাকার একটি বাড়িতে ৬ই সেপ্টেম্বর ডাকাতির ঘটনা ঘটে। সে সময় সাইদ নামের এক ডাকাতকে আটকাতে সক্ষম হয় স্থানীয় লোকজন। অন্যরা বাড়ির মালিকসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আটককৃতের তথ্যের ভিত্তিতে গত সোমবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন আদিল ও মামা মিলনকে গ্রেফতার করা হয়। এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি দুইজনকে গ্রেফতার ও এদের জিম্মা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিস্তল, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
No comments